শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

ফালগুনীশপ ডটকমের টর্চার সেলে ক্রেতাদের নির্যাতন : র‌্যাব

নিজস্ব প্রতিবেদক

ই-কমার্স প্রতিষ্ঠান খুলে অগ্রিম টাকা নিয়ে পণ্য না দিয়ে ভুক্তভোগীদের অস্ত্র দেখানোসহ বিভিন্নভাবে ভয়ভীতি দেখাত চক্রটি। নিজস্ব টর্চার সেলে লাঠিপেটা, বৈদ্যুতিক শকসহ অন্যান্য শারীরিক ও মানসিক নির্যাতন করে অফিস থেকে ভুক্তভোগীদের তাড়িয়ে দিত। এ ঘটনায় প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ফালগুনীশপ ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পাভেল হোসেনসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার থেকে গতকাল পর্যন্ত রাজধানীর বনশ্রীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার অন্যরা হলেন- সাইদুল ইসলাম, আবদুল্লাহ আল হাসান ও ফারজানা আক্তার মিম।

র‌্যাব বলছে, চক্রের হোতা ফালগুনীশপ ডটকমের সিইও পাভেল হোসেন ৫০-৬০ হাজার মানুষের কাছ থেকে পণ্য দেওয়ার কথা বলে প্রায় ৫০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। অভিযানে ফালগুনীশপ ডটকমের অফিস থেকে প্রতারণায় ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি, ২৪ ক্যান বিয়ার, চার বোতল দেশি মদ, একটি প্রাইভেট কার, কম্পিউটার, প্রিন্টার, বিপুল পরিমাণ এন-৯৫ মাস্ক, ১০০ ইনভয়েস, ৩০টি চেক বই, ৮০টি সিল ও বিপুল পরিমাণ বিজ্ঞাপনের স্ক্রিনশট জব্দ করা হয়। গতকাল বিকালে রাজধানীর কারওয়ান বাজার র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাব-৪-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মোজ্জাম্মেল হক বলেন, ফালগুনীশপ ডটকম, অরিমপো ডটকম ও টেক ফ্যামিলি ডটকম নামে একাধিক ই-কমার্স সাইট খুলে নিত্যপণ্য নির্ধারিত মূল্যের চেয়ে কম দামে তা অনলাইনে বিক্রির জন্য প্রচার করে সাধারণদের আকৃষ্ট করা হতো। সাধারণ লোকজন বিজ্ঞাপন দেখে স্বল্পমূল্যে পণ্য পাওয়ার আশায় তাদের সঙ্গে যোগাযোগ করত। এভাবে চক্রের হোতা পাভেল তার সহযোগীদের সহায়তায় দীর্ঘদিন ধরে প্রতারণা করে প্রচুর অর্থ হাতিয়ে নিয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর