শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১ ০০:০০ টা
অষ্টম কলাম

শপথের পরই যে কারণে পদত্যাগ সুইডিশ প্রথম নারী প্রধানমন্ত্রীর

প্রতিদিন ডেস্ক

শপথের পরই যে কারণে পদত্যাগ সুইডিশ প্রথম নারী প্রধানমন্ত্রীর

শপথ গ্রহণের ১২ ঘণ্টারও কম সময়ের মধ্যে পদত্যাগ করেছেন সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন। ক্ষমতাসীন দ্বি-দলীয় জোট থেকে গ্রিন পার্টি সরে যাওয়ার পর স্থানীয় সময় গত বুধবার তিনি প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দেন। সূত্র : রয়টার্স, বিবিসি।

খবরে বলা হয়, এদিন সংসদে বাজেট অনুমোদনে ব্যর্থ হওয়া এবং দুই দলীয় সংখ্যালঘু জোটের সমর্থন না পাওয়ায় ম্যাগডালেনা অ্যান্ডারসন পদত্যাগ করেন। এরপর তিনি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমার জন্য এটা সম্মানের। তবে এমন কোনো সরকারকে নেতৃত্ব দিতে চাই না, যার বৈধতা নিয়ে প্রশ্ন তোলার মতো কারণ থাকতে পারে।’ একদলীয় পার্লামেন্টের হয়ে পুনরায় প্রধানমন্ত্রী হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির ৫৪ বছর বয়সী নেতা ম্যাগডালেনা অ্যান্ডারসন। এর আগে সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ম্যাগডালেনা অ্যান্ডারসনকে অনুমোদন দেয় দেশটির পার্লামেন্ট।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর