রবিবার, ২৮ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

জিনোম সিকোয়েন্সিংয়ে জোর দিতে হবে

-ডা. মুশতাক হোসেন

জিনোম সিকোয়েন্সিংয়ে জোর দিতে হবে

জনস্বাস্থ্যবিদ এবং রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) উপদেষ্টা ডা. মুশতাক হোসেন বলেছেন, বিশ্বব্যাপী টিকার বৈষম্যের কারণে করোনার নতুন ভ্যারিয়েন্ট তৈরি হচ্ছে। যেসব জায়গায় টিকা পৌঁছায়নি, সেখানে প্রতিনিয়ত মিউটেশন করছে ভাইরাস। দেশে নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ ঠেকাতে জিনোম সিকোয়েন্সিংয়ে জোর দিতে হবে। গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে চলছে আলোচনা। দক্ষিণ আফ্রিকায় শনাক্তের পর বেশ কয়েকটি দেশে এই ভ্যারিয়েন্টের রোগী পাওয়া গেছে। সব দেশে সমভাবে টিকা নিশ্চিত করলে এ পরিস্থিতি তৈরি হতো না। ইউরোপ-আমেরিকার দেশগুলোতে সবার টিকা নিশ্চিত করে এরপর বুস্টার ডোজও দেওয়া হচ্ছে। কিন্তু আফ্রিকার অনেক দেশ আছে, যেখানে ১ শতাংশ টিকাও দেওয়া হয়নি। করোনা বৈশ্বিক সমস্যা। তাই সবাই মিলে সুস্থ থাকতে হবে। কোনো দেশ একা নিরাপদে থাকতে পারবে না। আমাদের দেশে এখন সংক্রমণ হার কম আছে। কিন্তু তাই বলে তো আর আমরা নিশ্চিন্তে বসে থাকতে পারছি না। স্বাস্থ্যসেবায় বৈষম্যের সুযোগ নেই। ডা. মুশতাক হোসেন বলেন, নতুন এই ভ্যারিয়েন্ট ঠেকাতে আমাদের পূর্বের অভ্যাসে ফিরে যেতে হবে। যারা ওমিক্রন শনাক্ত হওয়া দেশ থেকে ফিরছেন তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে। দেশে সংক্রমণ কোন ভ্যারিয়েন্টে হচ্ছে সেটা জানা জরুরি। এ জন্য সংগৃহীত নমুনার জিনোম সিকোয়েন্সিংয়ে জোর দিতে হবে। এখানে কোনো কার্পণ্য করা উচিত হবে না। এ খাতে বিনিয়োগ করলে নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হলে প্রস্তুতি নেওয়ার সময় পাওয়া যাবে।

সর্বশেষ খবর