রবিবার, ২৮ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

ভবন থেকে ছুড়ে ফেলা হলো নবজাতককে

নিজস্ব প্রতিবেদক

পুরান ঢাকায় ওয়ারীর নাভানা টাওয়ারের পাশের রাস্তা থেকে উদ্ধার হওয়া নবজাতকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১২টায় এক পথচারী ওই নবজাতককে জীবিত অবস্থায় উদ্ধার করেন। এরপর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল  ৭টায় মারা যায় ওই নবজাতক। উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা পথচারী দম্পতি ঝিনুক রবিদাস ও রাজেন্দ্র রবিদাস জানান, তারা দুজন ওয়ারী নাভানা টাওয়ারের পাশ দিয়ে যাওয়ার সময় কোনো কিছু পড়ার শব্দ পান। পরে কান্নার শব্দ শুনে রাস্তার পাশে গিয়ে দেখেন, কাপড়ে মোড়ানো অবস্থায় এক নবজাতক মেয়ে পড়ে আছে। তারা নবজাতককে নিয়ে পাশেই নিবেদিতা নামের একটি হাসপাতালে যান। সেখানে অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালের ২১১ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। তারা জানান, রাস্তার পাশে থাকা ভবনের ৪/৫ তলা থেকে হয়তো ফেলে দেওয়া হয় নবজাতককে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, ওই নবজাতকের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 

সর্বশেষ খবর