সোমবার, ২৯ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

আবরার হত্যার রায় পিছিয়ে ৮ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় পিছিয়ে দিয়েছে আদালত। আরও কিছু ‘সময় দরকার’ জানিয়ে গতকাল ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান আগামী ৮ ডিসেম্বর রায়ের নতুন তারিখ নির্ধারণ করেছেন।

বুয়েটের শেরেবাংলা হলের আবাসিক ছাত্র আবরারকে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে ছাত্রলীগের এক নেতার কক্ষে নিয়ে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়। সিসিটিভিতে ধরা পড়া নির্যাতনের সেই ভিডিওচিত্র ভাইরাল হয়ে যায়। ওই ঘটনায় ক্ষোভে উত্তাল হয়ে ওঠে বুয়েট। ওই শিক্ষায়তনে নিষিদ্ধ হয় ছাত্র রাজনীতি। ৭ অক্টোবর আবরারের বাবা বরকত উল্লাহ ১৯ শিক্ষার্থীকে আসামি করে চকবাজার থানায় মামলা করেন। পাঁচ সপ্তাহ তদন্ত করে তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পরিদর্শক ওয়াহিদুজ্জামান ওই বছর ১৩ নভেম্বর ২৫ জনকে আসামি করে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র জমা দেন। আসামিদের সবাই বুয়েটের ছাত্র এবং ছাত্রলীগের কর্মী। এই মামলায় ২২ জন গ্রেফতার ও তিনজন পলাতক আছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মামলাটি পরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এ স্থানান্তর করে আদেশ জারি হয়। বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান গত বছরের ১৫ সেপ্টেম্বর অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ  দেন। এ পর্যন্ত মামলায় ৬০ জন সাক্ষীর মধ্যে ৪৬ জন সাক্ষ্য দিয়েছেন। দুই পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে গত ১৪ নভেম্বর বিচারক এ মামলার রায়ের জন্য ২৮ নভেম্বর তারিখ রেখেছিলেন। গতকাল সকালে ২২ আসামিকে আদালতে হাজির করা হয়। মামলার বাদী ও আবরারের বাবাও উপস্থিত হন আদালতে। এ রায় ঘিরে আদালত পড়ায় নিরাপত্তা বাড়ানো হয়। বিপুল সংখ্যক সংবাদকর্মীও উপস্থিত ছিলেন চাঞ্চল্যকর এ হত্যা মামলার ভাগ্য জানার জন্য।

সর্বশেষ খবর