মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

হেফাজত মহাসচিব জিহাদীর ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক

হেফাজত মহাসচিব জিহাদীর ইন্তেকাল

দেশের প্রখ্যাত আলেম ও হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল দুপুর সোয়া ১২টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। গত শনিবার অসুস্থ হয়ে পড়ায় নুরুল ইসলামকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। গতকাল রাতে বাদ এশা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মাওলানা নুরুল ইসলামের জানাজা অনুষ্ঠিত হয়। এতে হেফাজত নেতা-কর্মী এবং বিভিন্ন পর্যায়ের আলেম-ওলামাসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে তাঁর কফিন চট্টগ্রামের হাটাহাজারী মাদরাসায় নেওয়া হয়। সেখানে রাতেই তাঁর দাফন সম্পন্ন হয়। মাওলানা নুরুল ইসলামের মৃত্যুতে সংগঠনটির সর্বস্তরের নেতাকর্মীসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে। শোক প্রকাশ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। এ ছাড়া বিভিন্ন ইসলামী সংগঠনের পক্ষ থেকে তাঁর ইন্তেকালে শোক প্রকাশ করা হয়েছে।

হেফাজত নেতা জুবায়ের আহমদ জানান, গত শনিবার মাগরিব নামাজের পর জাতীয় প্রেস ক্লাবে একটি অনুষ্ঠান শেষ করে রাতে খিলগাঁওয়ের বাসায় ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন তাদের মহাসচিব। ওই রাতেই তাঁকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। জানা যায়, গত বছরের ১৩ ডিসেম্বর হেফাজতে ইসলামের মহাসচিব নুর হোসাইন কাসেমী মারা যাওয়ার পর ২৩ ডিসেম্বর সেই দায়িত্বে আসেন নুরুল ইসলাম জিহাদী। সে সময় হেফাজতের আমির ছিলেন আল্লামা জুনায়েদ বাবুনগরী। গত ১৯ আগস্ট তিনি মারা যাওয়ার পর এখন মুহিবুল্লাহ বাবুনগরী আমিরের দায়িত্ব পালন করছেন। মাওলানা নুরুল ইসলাম জিহাদী হেফাজতের মহাসচিব ছাড়াও রাজধানী ঢাকার খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসার পরিচালক, বেফাকুল মাদারিসিল আরাবিয়া, বাংলাদেশের  (বেফাক) সহ-সভাপতি ও হাইয়াতুল উলইয়া লিল মাদারিসিল কাওমিয়ার সদস্য ছিলেন। বিভিন্ন সংগঠনের শোক : আল্লামা নুরুল ইসলাম জিহাদীর ইন্তেকালে শোক জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদিস আল্লামা ইসমাঈল নূরপুরী ও ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা  আবদুল আজীজ, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী ও মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মুফতি মুজিবুর রহমান, নির্বাহী সভাপতি ও জাতীয় সংহতি মঞ্চের প্রধান সমন্বয়কারী মাওলানা এ কে এম আশরাফুল হক প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর