বুধবার, ১ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

প্রথম সমস্যা নেতৃত্বের সমন্বয়ের

-অধ্যাপক নজরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

প্রথম সমস্যা নেতৃত্বের সমন্বয়ের

নগর গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ও নগরবিদ অধ্যাপক নজরুল ইসলাম বলেছেন, দুই সিটি করপোরেশনের মধ্যে প্রথম সমস্যা হচ্ছে নেতৃত্বের সমন্বয়ের। এখন যে দুজন মেয়র দায়িত্বে রয়েছেন তাঁরা মোটামুটি ঠিকই আছেন। তবে ওয়ার্ড কাউন্সিলরদের আমরা চিনি না, পরিচয়ও জানি না। তারা কতটা শিক্ষিত ও কাজে দক্ষ সে সম্পর্কে অবহিত নই। যোগ্য নেতৃত্ব না থাকলে নগরের উন্নতি হওয়া খুব কঠিন। সম্প্রতি সিটি করপোরেশনের গাড়ির চাপায় এক শিক্ষার্থী এবং আরেকজনের মৃত্যু হয়েছে। এ থেকে বোঝা যায় এখানে কারও কর্তৃত্বের ঠিক নেই। কে এসব গাড়ি চালাচ্ছেন, কী হচ্ছে আমরা বুঝতেই পারছি না। এজন্য প্রথম সংকট হচ্ছে শাসন, পরিচালন, ব্যবস্থাপনা বা নেতৃত্বের। বাংলাদেশ প্রতিদিনকে এই নগর বিশেষজ্ঞ আরও বলেন, নেতৃত্ব শুধু মেয়র একা দেবেন না। তিনি হচ্ছেন প্রধান। তাঁর কাউন্সিলর, অফিশিয়াল ও টেকনিক্যাল  যে জনশক্তি রয়েছে তাদের সক্ষমতা, সততা ও দক্ষতা থাকতে হবে। এ ছাড়া নগরের অন্য সংকটগুলোর মধ্যে রয়েছে পরিবহন ও পরিচ্ছন্নতা সমস্যা। আইনশৃঙ্খলার সমস্যাও অনেক আছে। এ ছাড়া অন্যতম বড় সমস্যা হিসেবে পরিবেশ দূষণকে ধরা হয়। এজন্য দিল্লি ও বেইজিংয়ের মতো বড় নগরগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। ঢাকাকে হয়তো হুট করে বন্ধ করে দেওয়া হয় না বরং যত খারাপই হোক তা চলতে থাকে। নগরের শব্দ ও বায়ু দূষণ অসহনীয় অবস্থায় চলে গেছে। জনগণ সব দিক থেকে জিম্মি হয়ে আছে।

অধ্যাপক নজরুল ইসলাম বলেন, পরিবহন ঢাকা সিটির জন্য বড় সমস্যাই বটে। এর সঙ্গে রয়েছে বাড়তি পরিবহন ব্যয়। জনগণ সরকারের ওপর আস্থা রাখতে চাইলেও বারবার হতাশ হতে হচ্ছে। শিশুরা এখন কোথাও যেতে পারে না, খেলতে পারে না। কোনো একটি সবুজ লেন শিশুদের জন্য নেই। বৃদ্ধরা ঘর থেকে বের হতে পারেন না। সড়কে তাঁরা হাঁটতে পারেন না। নারীরা একা গণপরিবহনে নিরাপদ নন। এজন্য মূল সমস্যা হিসেবে পরিচালন ব্যবস্থাপনাকে চিহ্নিত করা যেতে পারে। আর সেখানে নেতৃত্ব হলো আসল। নেতৃত্ব যতক্ষণ ঠিক হবে না, ততক্ষণ সমস্যাগুলো থাকবেই। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) তৈরি করেছে। এটি প্রায় অনুমোদন হয়েই গিয়েছিল। এ প্ল্যানটি বুঝেশুনে বাস্তবায়ন করা দরকার। এখানে রাজউকের নেতৃত্ব লাগবে। এ ছাড়া আরও বেশি লাগবে সিটি করপোরেশনের নেতৃত্ব।

সর্বশেষ খবর