বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

যান্ত্রিক ত্রুটিতে চট্টগ্রামে বিমানের জরুরি অবতরণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া বাংলাদেশ বিমানের একটি যাত্রীবাহী উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।

গতকাল রাত সোয়া ১১টার দিকে চট্টগ্রাম বিমান বন্দরের ফায়ার সার্ভিসের ইনচার্জ ওমর শরীফ জানান, বিমানটি ৯টা ৪০ মিনিটে নিরাপদে অবতরণ করেছে। আমরা যাত্রীদের নামাচ্ছি। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাইনি। এ ছাড়া বড় ধরনের কোনো দুর্ঘটনা এখানে ঘটেনি। ল্যান্ড করার সময় বিমানের পেছনের চাকা ফেটে গেছে। সামনের গিয়ার কাজ করেনি। তবে, নিরাপদে সেটি অবতরণ করেছে। তিনি আরও জানান, ফ্লাইটটিতে ৪২ জন যাত্রী ছিলেন। ঢাকা থেকে রাত পৌনে ৯টার দিকে এটি চট্টগ্রাম বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করে। ফায়ার সার্ভিস, বাংলাদেশে বিমান বাহিনী ও সেনা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে রয়েছে। বিমানের জরুরি অবতরণ জন্য রানওয়ে প্রস্তুত করতে প্রায় আধা ঘণ্টারও বেশি সময় লেগে যায়। সে সময় বিমানটি আকাশে উড়তে থাকে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর