শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

ওমিক্রন প্রতিরোধে সার্বিক প্রস্তুতি রয়েছে

-ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন

ওমিক্রন প্রতিরোধে সার্বিক প্রস্তুতি রয়েছে

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেছেন, করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয় বেশ কিছু নির্দেশনা দিয়েছে এবং উদ্যোগ নিয়েছে। আন্তমন্ত্রণালয় বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওমিক্রন প্রতিরোধ করার মতো প্রস্তুতি রয়েছে আমাদের।

এই চিকিৎসক নেতা বলেন, আমি মনে করি নতুন এই ভ্যারিয়েন্ট নিয়ে ভয়ের কিছু নেই। বন্দরগুলোতে সর্বোচ্চ সতর্ক থাকার ও সার্বিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। করোনা ব্যাপারে আগে আমাদের কাছে তথ্য ছিল না। এ রোগ সম্পর্কে আমরা কেউ কিছুই জানতাম না। তারপরও চিকিৎসকরা সেবা দিতে ঝাঁপিয়ে পড়েছেন। এ পর্যন্ত ১৯০ জন চিকিৎসক করোনা রোগীদের সেবা দিতে গিয়ে আক্রান্ত হয়ে জীবন দিয়েছেন। সরকারি- বেসরকারি সব হাসপাতালে চিকিৎসকরা দেশের প্রয়োজনে ঝাঁপিয়ে পড়েছিলেন। তারা ইতিহাস সৃষ্টি করেছেন। এখন তো করোনা সম্পর্কে অনেক তথ্য আছে, গবেষণা হয়েছে, টিকা দেওয়া হচ্ছে। তাই ভয় না পেয়ে সতর্ক থাকতে হবে। স্বাস্থ্যবিধি মানতে হবে। মাস্ক পরলে যে কোনো ভ্যারিয়েন্ট থেকে সুরক্ষা পাওয়া সম্ভব।

সর্বশেষ খবর