শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

সমন্বিত হলো এলপিজির দাম

নিজস্ব প্রতিবেদক

সমন্বিত হলো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দাম। বাংলাদেশ এনার্জি  রেগুলেটরি কমিশন (বিইআরসি) গতকাল ৭ টাকা ১০ পয়সা বা ৬ দশমিক ৪৯ শতাংশ কমিয়ে মূসকসহ কেজিপ্রতি এলপিজির দাম ১০২ টাকা ৩২ পয়সা পুনর্নির্ধারণ করেছে। এর ফলে ১২ কেজি ওজনের সিলিন্ডারের দাম কমেছে ৮৫ টাকা। নতুন দাম আজ শুক্রবার সকাল থেকে কার্যকর হবে। গতকাল বিইআরসি আয়োজিত এক অনলাইন সংবাদ সম্মেলনে এসব জানানো হয়। বিইআরসির আদেশের ফলে ১২ কেজি ওজনের সিলিন্ডারের মূসকসহ ভোক্তা পর্যায়ের দাম দাঁড়াবে ১ হাজার ২২৮ টাকা। এর আগে নভেম্বর মাসে দাম ছিল ১ হাজার ৩১৩ টাকা, অক্টোবরে ১ হাজার ২৫৯ টাকা এবং সেপ্টেম্বরে ছিল  ১ হাজার ৩৩ টাকা।  বিইআরসি কর্তৃপক্ষ বলছে, নতুন হারে ডিসেম্বর মাসে সাড়ে ৫ কেজি, ১২ কেজি, ১৫ কেজি, ১৬ কেজি, ১৮ কেজি, ২০ কেজি, ২২ কেজি, ২৫ কেজি, ৩০ কেজি, ৩৩ কেজি, ৩৫ কেজি ও ৪৫ কেজি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারিত হবে। ডিসেম্বরের জন্য রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির দাম ধরা হয়েছে মূসকসহ প্রতি কেজি ৯৯ টাকা ৮ পয়সা। যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহৃত অটোগ্যাস বা এলপিজির দাম ধরা হয়েছে মূসকসহ প্রতি লিটার ৫৭ টাকা ২৪ পয়সা। তবে সরকারি এলপিজির দামে কোনো পরিবর্তন আনা হয়নি। ঘোষণায় বলা হয়, ডিসেম্বর মাসে সৌদি আরামকো কর্তৃক ঘোষিত প্রোপেন ও বিউটেনের দাম যথাক্রমে ৭৯৫ ডলার ও ৭৫০ ডলার করা হয়েছে। সেই হিসেবে প্রোপেন ও বিউটেনের মিশ্রণের দাম ধরা হয়েছে ৭৬৫ দশমিক ৭৫ ডলার। সংবাদ সম্মেলনে কমিশন চেয়ারম্যান আবদুল জলিল, সচিব রুবিনা ফেরদৌসী, সদস্য মকবুল ই ইলাহি, আবু ফারুকসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে সৌদি আরামকো কোম্পানির প্রোপেন ও বিউটেনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির নতুন দর ঘোষণা করে আসছে বিইআরসি।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর