মোটা অঙ্কের অর্থ খরচ করে দফায় দফায় উচ্ছেদ অভিযান চালিয়েও দখলমুক্ত রাখা যায়নি রাজধানীর ফুটপাথ। আবারও হকার, রাজনৈতিক সংগঠনের কার্যালয়, অবৈধ পার্কিং, নির্মাণসামগ্রীর দখলে চলে গেছে পথচারীদের হাঁটার পথ। বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে চলতে গিয়ে অহরহই দুর্ঘটনায় পড়ছেন পথচারীরা। বাড়ছে যানজটও। ৩০ নভেম্বর রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ গেট থেকে হেঁটে পল্টন মোড় যাওয়ার পথে সিএনজি অটোরিকশার…