শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা
নাব্য সংকট ও ফেরি স্বল্পতা

দৌলতদিয়া ফেরিঘাটে যানজট, ভোগান্তি

৩ কিলোমিটার পর্যন্ত পচনশীল পণ্যের ট্রাক ও কাভার্ড ভ্যান আটকে রেখেছে পুলিশ

রাজবাড়ী প্রতিনিধি

দৌলতদিয়া ফেরিঘাটে যানজট, ভোগান্তি

নাব্য সংকট ও ফেরি স্বল্পতায় দৌলতদিয়া ফেরিঘাটে দীর্ঘ যানজট। ছবিটি গতকাল দুপুরে তোলা -বাংলাদেশ প্রতিদিন

পদ্মা নদীতে নাব্য সংকট ও ফেরি স্বল্পতার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া প্রান্তে যানজট সৃষ্টি হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা এসব যানজটে যাত্রী ও চালকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ঘাট এলাকায় যানজট পরিস্থিতি সামাল দিতে রাজবাড়ী গোয়ালন্দ মোড় এলাকা থেকে যানবাহনগুলোকে নিয়ন্ত্রণ করছে পুলিশ সদস্যরা। গতকাল দুপুরে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় দেখা যায়, দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের ৪ কিলোমিটার পর্যন্ত চার শতাধিক যানবাহন ফেরি পারের অপেক্ষায় রয়েছে। অন্যদিকে এই মহাসড়কের যানজট পরিস্থিতি সামাল দিতে রাজবাড়ী গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের ৩ কিলোমিটার পর্যন্ত পচনশীল পণ্যের ট্রাক ও কাভার্ড ভ্যান আটকে রেখেছে পুলিশ। সিরিয়ালের পরিপ্রেক্ষিতে ফেরিঘাটে আসার অনুমতি দিচ্ছে রাজবাড়ীর ট্রাফিক পুলিশ। রাজধানী পরিবহনের যাত্রী সাহেলা খাতুন বলেন, আমার দুই বাচ্চা নিয়ে খুলনা থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছি। এখানে চার ঘণ্টা সিরিয়ালে আটকে রয়েছি। আরও দুই ঘণ্টার মতো লেগে যাবে। এখানে বাস ছাড়া অন্য কোনো জায়গায় বসার ব্যবস্থা নেই। এখানে নারীদের একটি বিশ্রামাগার থাকলে সুবিধা হতো। ঈগল পরিবহনের যাত্রী মো. মোস্তফা আহম্মেদ বলেন, কয়েক বছরে ফেরিঘাটের

 কোনো উন্নতি হয়নি। অনেক খবর গণমাধ্যমে এসেছে কিন্তু কোনো লাভ হয়নি। সরকারের উচিত এই নৌরুটের যাত্রী ও চালকদের

ভোগান্তি হ্রাস করতে পদক্ষেপ গ্রহণ করা। গোয়ালন্দ মোড়ে আটকে পড়া কাভার্ড ভ্যান চালক মো. ইয়াসিন সরদার বলেন, কত কথাই তো এই ফেরি পার হতে এসে শুনি। বর্তমানে শুনছি নাব্য সংকট। ফেরি অনেক ঘুরে আসতে সময় লাগছে আর ভোগান্তি বেড়েছে। নাব্য সংকট দূর করতে দ্রুত ড্রেজিং করার অনুরোধ করেন এই চালক। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসির) দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মো. জামাল হোসেন বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সাতটি বড় ফেরিসহ মোট ১৬টি ফেরি চলাচল করছে। এর বেশি কিছু বলতে চাননি তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর