শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

সাত দফা দাবিতে সরকারি কর্মচারীদের আন্দোলনে যাওয়ার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

সাত দফা দাবিতে সরকারি দাবি আদায় ঐক্য পরিষদ আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে। গতকাল সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের নেতারা এ দাবি জানান।

দাবিগুলো হলো- সরকারি কর্মচারীদের জন্য পে-কমিশন গঠন করে অবিলম্বে ৫০% মহার্ঘ্য ভাতা প্রদান, বঙ্গন্ধুর ঘোষণা অনুযায়ী ১০ ধাপে বেতন স্কেল নির্ধারণ, সরকারি সব দফতর, অধিদফতরে পদবি পরিবর্তন করে অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন, টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহালসহ বেতনের জ্যৈষ্ঠতা পুনর্বহাল, আউট সোর্সিং পদ্ধতি বাতিল করে উন্নয়ন খাতের কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ এবং অবসরের বয়সসীমা ৬২ বছর নির্ধারণ এবং বুক পোস্টে কর্মরতসহ সব পদে কর্মরতদের পদোন্নতি দিয়ে উচ্চতর গ্রেড প্রদান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন, সরকারি দাবি আদায় ঐক্য পরিষদের সমন্বয়কারী সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান। এ সময় বাংলাদেশ সরকারি কর্মচারী সংহতি পরিষদ, তৃতীয় শ্রেণি কর্মচারী সমিতি, প্রাথমিক শিক্ষক সমিতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমাজ, বাংলাদেশ কর্মচারী কল্যাণ ফেডারেশন, বিচার বিভাগীয় অ্যাসোসিয়েশন, সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদ, বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী অ্যাসোসিয়েশন, বাংলাদেশ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর কর্মচারী কল্যাণ সমিতির নেতৃতৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর