রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

র‌্যাবের অভিযানে জঙ্গি সন্দেহে গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক, রংপুর

নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের মাঝাপাড়া এলাকায় গতকাল সকালে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করে র‌্যাব। তারা হলেন- স্থানীয় মুশরত কুখাপাড়া এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে অহিদুল ইসলাম, (তার অন্যতম সহযোগী) পশ্চিম কুচিয়ামোড় পাঠানপাড়া এলাকার ওয়াজুদ্দিন মাসুদের ছেলে ওয়াহেদ আলী (৩০), দক্ষিণ বালাপাড়া এলাকার  তছলিম উদ্দিনের ছেলে আবদুল্লাহ আল মামুন (২৬), উত্তর মুশরত কুখাপাড়া এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (২৭), সোনারাই কাচারিপাড়া এলাকার মৃত রজব আলীর ছেলে নুর আমিন (২৮)। এর মধ্যে অহিদুল ইসলামকে রংপুর অঞ্চলের জেএমবির সামরিক শাখার প্রধান ও ওয়াহেদ আলী তার অন্যতম সহযোগী বলে জানিয়েছে র‌্যাব। গতকাল বিকালে রংপুর র‌্যাব-১৩-এর সদর দফতরে সংবাদ সম্মেলনে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং ঢাকার মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন জানান, ‘অভিযানের সময় গ্রেফতারদের কাছ থেকে বোমা তৈরির সরঞ্জাম ও ব্যবহৃত রাসায়নিক দ্রব্য, একটি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।’ তিনি আরও জানান, ‘কারাগারে আটক জেএমবির শীর্ষ নেতাদের আদালতে নেওয়ার সময় ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল গ্রেফতার পাঁচ জেএমবি সদস্যের। এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা ও বড় কোনো ভবনে হামলার পরিকল্পনাও ছিল তাদের।’ র‌্যাবের সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ‘গ্রেফতার জেএমবি সদস্যরা নীলফামারীর উত্তরা ইপিজেড ঘিরে নিজেদের শক্তি বৃদ্ধি করছিল। জেএমবির সামরিক শাখার এই সক্রিয় সদস্যরা ২০১৫-১৯ সালের মধ্যে বায়াত গ্রহণ করে। তারা আইইডি তৈরির প্রশিক্ষণ নিয়ে নাশকতামূলক হামলার পরিকল্পনা করেছিল। ২/৩ মাস আগে অহিদ ইম্প্রভাইজড এক্সপ্লোসিভস ডিভাইস (আইইডি) তৈরি করেছিল। ওই সময় গভীর রাতে বোমা বিস্ফোরিত হয়ে অহিদের বাড়িতে আগুন ধরে যায়। গ্রেফতাররা ইন্টারনেটের বিভিন্ন ওয়েব পেইজ দেখে বোমা তৈরির প্রশিক্ষণ লাভ করে। তারা অনলাইনে রংপুর অঞ্চলের আমিরের নির্দেশনায় বেশ কয়েক দিন ধরে আইইডি তৈরি করে জঙ্গি শরিফের বাড়িতে রাখে। তারা রংপুর অঞ্চলের ২০/২৫ জনকে নিজেদের দলে অন্তর্ভুক্ত করেছে। তাদের মধ্যে কয়েকজন শ্রমিক, অটোচালক, টেইলার ইত্যাদি পেশায় কাজ করে। অহিদুল একটি খেলনা প্রস্তুত কোম্পানিতে চাকরি করে। সে দশম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছে। সে এই অঞ্চলে জেএমবির সামরিক শাখার কার্যক্রম পরিচালনা করে আসছিল। র‌্যাব জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে।’

সর্বশেষ খবর