রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা
গেটম্যানের গাফিলতি, ট্রেন বাস অটো সংঘর্ষ

বাঁচাতে যাওয়া পুলিশসহ গেল তিন প্রাণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বাঁচাতে যাওয়া পুলিশসহ গেল তিন প্রাণ

চট্টগ্রামে ডেমু ট্রেনের সঙ্গে বাস এবং সিএনজি ট্যাক্সির ত্রিমুখী সংঘর্ষে পুলিশ সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। গতকাল সকালে নগরীর খুলশী থানার ঝাউতলা রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিএমপি ট্রাফিক বিভাগের কনস্টেবল মনির হোসেন, সৈয়দ বাহার উদ্দিন এবং মোহাম্মদ সাজ্জাদ। আহতদের চমেক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ত্রিমুখী এ সংঘর্ষের জন্য প্রশাসন ও স্থানীয় লোকজন গেটম্যানের গাফিলতিকে দায়ী করেছেন। রেলওয়ে চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার হাছান চৌধুরী বলেন, ‘ঝাউতলা রেলক্রসিংয়ের সড়কে গেটম্যান লোহার বার না দেওয়ার কারণে ট্রেন-বাস-ট্যাক্সির ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে তিনজন নিহত এবং আহত হয়েছেন ১০ জন।’ সিএমপির মুখপাত্র ও অতিরিক্ত উপকমিশনার আরাফাতুল ইসলাম বলেন, ‘রেললাইনের ওপর বাস ও সিএনজি ট্যাক্সিকে দেখে ট্রাফিক সদস্য মনির গাড়িগুলো সরানোর চেষ্টা করেন। এ সময় ট্রেনের ধাক্কায় মনিরসহ তিনজন নিহত হন।’ জানা গেছে, সকালে নাজিরহাট থেকে চট্টগ্রাম স্টেশনের দিকে আসছিল ডেমু ট্রেন। সংকেত পেয়ে ঝাউতলা রেলক্রসিং এলাকায় গেটম্যান আলমগীর ভুইয়া সড়কের এক পাশে লোহার বার ফেললেও অন্য পাশ ছিল খোলা। এ অবস্থায় ট্রেন আসার বিষয় বুঝতে না পেরে বাস ও সিএনজি ট্যাক্সি রেললাইনের ওপর উঠে পড়ে। তখনই ডেমু ট্রেন আসতে দেখে ট্রাফিক সদস্য মনির গাড়িগুলোকে সরানোর চেষ্টা করছিলেন। কিন্তু মুহূর্তের মধ্যে ট্রেনটি বাস ও সিএনজি ট্যাক্সির সঙ্গে সংঘর্ষ ঘটিয়ে এগুলোকে কিছু দূর ঠেলে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মনিরসহ দুজন নিহত হন। অন্যজন হাসপাতালে মারা যান। তদন্ত কমিটি গঠন : ঝাউতলা রেলক্রসিং এলাকায় ট্রেন, বাস এবং সিএনজি ট্যাক্সির ত্রিমুখী সংঘর্ষের ঘটনা তদন্ত করতে কমিটি গঠন করেছে রেলওয়ে পুলিশ চট্টগ্রাম অঞ্চল। কমিটির প্রধান করা হয়েছে রেলওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল গফুরকে। কমিটির বাকি দুই সদস্য হলেন রেলওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার (সদর) এবং চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর