রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

খালেদা না থাকলে আওয়ামী লীগও থাকবে না : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম খালেদা জিয়া বেঁচে আছেন বলেই সীমান্তে শত্রুরা এখনো ভয় পায়। তিনি না থাকলে গণতন্ত্র থাকবে না। খালেদা জিয়া বেঁচে না থাকলে আওয়ামী লীগও থাকবে না। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার্থে বিদেশে পাঠানোর দাবিতে জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। ছাত্রদল ঢাকাসহ সারা দেশে একযোগে এ কর্মসূচি পালন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ ঢাকা মহানগরী ছাত্রদলের হাজারো নেতা-কর্মী খালেদা জিয়ার প্রতিকৃতি হাতে এ সমাবেশে অংশ নেন। মির্জা ফখরুল সরকারের উদ্দেশে বলেন, বেগম খালেদা জিয়া উড়ে এসে জুড়ে বসেননি। তিনি বাংলাদেশের ত্যাগ স্বীকার করা নেত্রী। অবিলম্বে তাঁকে মুক্তি দিন, বিদেশে চিকিৎসা করতে দিন। অন্যথায় এ দেশের জনগণ আপনাদের ক্ষমা করবে না। আন্দোলনের মধ্য দিয়ে তাঁর চিকিৎসা নিশ্চিত করা হবে। সেটি হবে আপনাদের (সরকার) পতনের আন্দোলন।

খালেদা জিয়াকে রাজনীতিতে ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করে বিএনপি মহাসচিব বলেন, এ দেশে যদি গণতন্ত্র ও সুশাসন চালু রাখতে চাই তাহলে আমাদের বেগম খালেদা জিয়াকে মুক্ত ও সুস্থ করে রাজনীতিতে ফিরিয়ে আনতে হবে। তিনি বলেন, আমাদের ছাত্ররা অনেক ত্যাগ স্বীকার করেছে, অনেকে গুম হয়ে গেছে। অনেকে খুন হয়েছে, কারাগারে এখনো আমাদের ছাত্রনেতারা নির্যাতন ভোগ করছে। এ দেশকে মুক্ত করতে হলে, অন্যায়ের প্রতিবাদ করতে হলে যুবকদের জেগে উঠতে হবে। বাংলাদেশে সব বিজয় অর্জন হয়েছে ছাত্রদের নেতৃত্বে। উপস্থিত ছাত্রদল নেতা-কর্মীদের উদ্দেশে তিনি প্রশ্ন রেখে বলেন, আমরা কি সবাই প্রস্তুত আছি? আন্দোলনে ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছি? উত্তরে ছাত্রদল নেতা-কর্মীরা হাত উঁচু করে ‘হ্যাঁ’সূচক জবাব দেন। মির্জা ফখরুল সরকারের উদ্দেশে আরও বলেন, খালেদা জিয়া আমাদের স্বাধীনতার প্রতীক, আমাদের সার্বভৌমত্বের প্রতীক, আমাদের গণতন্ত্রের প্রতীক। তিনি আছেন বলেই এখনো গণতন্ত্রের সংগ্রাম চলছে। আমরা আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করবই। ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের পরিচালনায় সমাবেশে আমানউল্লাহ আমান, ফজলুল হক মিলন, আসাদুজ্জামান রিপন, নাজিমউদ্দিন আলম, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, এ বি এম মোশাররফ হোসেন, সুলতান সালাউদ্দিন টুকু, আমীরুল ইসলাম আলিম, মোস্তাফিজুর রহমান, আবদুল কাদের ভূঁইয়া জুয়েল প্রমুখ বক্তব্য দেন। বিভিন্ন জেলা থেকে আমাদের প্রতিনিধিরা জানান, বগুড়া : গতকাল বিকাল ৪টায় বগুড়ার নবাববাড়ী রোডে জেলা বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল। এর আগে শহরের অভিজাত এলাকা জলেশ্বরীতলার আলতাফুন নেছা খেলার মাঠ থেকে বিশাল এক বিক্ষোভ মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে আসেন ছাত্রদল নেতা-কর্মীরা। জেলা ছাত্রদল সভাপতি আবু হাসানের সভাপতিত্বে জেলা বিএনপির আহ্বায়ক ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা, আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা, জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দীকি প্রমুখ বক্তব্য দেন। ময়মনসিংহ : বেলা ২টায় মহানগরের দলীয় কার্যালয়ের পাশে সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। মহানগর ছাত্রদল সভাপতি নাজমুল করিম লুইনের সভাপতিত্বে ছাত্রদল কেন্দ্রীয় সহসভাপতি কে এম এস মোসাব্বির শাফি, মহানগর বিএনপির যুগ্ম-সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, ফকরউদ্দিন আহম্মেদ বাচ্চু প্রমুখ বক্তব্য দেন। চুয়াডাঙ্গা : পুলিশের বাধার মুখে মিছিল নিয়ে প্রধান সড়কে যেতে না পেরে দুপুর ১২টায় শহরের সাহিত্য পরিষদ প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করে জেলা ছাত্রদল। এতে ছাত্রদল নেতা শাহজাহান খান, মোমিন মালিতা, আমানুল্লাহ আমান, সাহেদ সিদ্দিকী বক্তৃতা করেন। হিলি (দিনাজপুর) : হিলি বাজারে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে ছাত্রদল। এর আগে সেখান থেকে একটি মিছিল নিয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন নেতা-কর্মীরা। নাটোর : গত সন্ধ্যায় শহরের দিঘাপতিয়ায় জেলা ছাত্রদল মশালমিছিল বের করে। জেলা সভাপতি কামরুল ইসলামের নেতৃত্বে মিছিলকারীরা খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবি জানিয়ে স্লোগান দেন।

সর্বশেষ খবর