শিরোনাম
সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

রোহিঙ্গা ক্যাম্পে বিয়ের আসরে সংঘর্ষ, নিহত ১

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় শরণার্থী ক্যাম্পে ‘বিয়েতে মতবিরোধকে’ কেন্দ্র করে বর ও কনে পক্ষের মধ্যে সংঘর্ষে এক রোহিঙ্গা নিহত এবং আটজন আহত হয়েছেন। ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।

গত শনিবার রাতে উখিয়া উপজেলার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-১৯ ব্লকে এ ঘটনা ঘটে বলে জানান ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার শিহাব কায়সার খান। নিহত মোহাম্মদ বেলাল (৪০) উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-১৯ ব্লকের বাসিন্দা আবু বক্করের ছেলে। আহতরা হলেন- উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন ব্লকের বাসিন্দা মো. ইউনুস (৪৫), মো. আইয়ুব (৩৫), মো. উমর (৯), সিরাজুল ইসলাম (৩৫), মোহাম্মদ আইয়ুব (২৭), আবদুুর রহমান (৫২), হারেসুর রহমান (২০) ও আনোয়ার সাদেক (২১)। আটকরা হলেন- কনের ভাই হারেসুর রহমান ও চাচাত ভাই আনোয়ার সাদেক।

পুলিশ সুপার আরও বলেন, উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-১৯ ব্লকের বাসিন্দা মো. ইউনুসের ছেলে মো. ইদ্রিসের সঙ্গে একই ক্যাম্পের আবদুর রহমানের মেয়ে খালেদা বিবির মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা বিয়ে করার সম্মতি জানালে মেয়েটির পরিবার রাজি হয়নি। এ নিয়ে ৫ দিন আগে খালেদা বিবি প্রেমিকের বাড়িতে চলে আসে। শনিবার রাতে প্রেমিক মো. ইউনুসের বাড়িতে তাদের বিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিয়েতে অসম্মতি থাকায় কনে খালেদার স্বজনরা অনুষ্ঠান আয়োজন নিয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ নিয়ে রাত ১০ টায় অনুষ্ঠানস্থলে বর পক্ষের লোকজনের ওপর হামলা চালায় কনের স্বজনরা। তখন উভয়পক্ষে সংঘর্ষ বেঁধে যায়। পরে আহতদের উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ বেলাল নামের একজনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে ৪ জনকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুজনকে আটক করেছে।

সর্বশেষ খবর