মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতের হিড়িক

মনোনয়নপত্র তুলতে বাধা, চলছে সংঘাত, আরও একজন নিহত

নিজস্ব প্রতিবেদক

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতের হিড়িক

নির্বাচন-পরবর্তী সংঘাত-সহিংসতা চলছে। নির্বাচনী বিরোধে রবিবার রাতে একজন ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ভোট না দেওয়ায় নীলফামারী জেলার জলঢাকায় গুচ্ছগ্রাম থেকে অনুদানের টিউবওয়েল তুলে নিয়ে গেছেন নৌকা প্রতীকের নবনির্বাচিত চেয়ারম্যান সাইফুল ইসলাম মুকুল। এদিকে ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার হিড়িক দেখা গেছে। চার ধাপে ৩ হাজার ৪০টি ইউপি নির্বাচনে ভোট ছাড়াই নির্বাচিত হয়েছেন ১ হাজার ৮৩ জনপ্রতিনিধি। চতুর্থ ধাপের নির্বাচনেও অনেকেই বিনা ভোটে নির্বাচিত হচ্ছেন। গতকাল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে অনেক প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। আজ চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করবেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা। আগামী ২৬ ডিসেম্বর এ ধাপে ৮৪০ ইউপিতে ভোট হওয়ার কথা রয়েছে। ইসি সূত্র জানিয়েছে, চার ধাপে ৩ হাজার ৪০টি ইউপি নির্বাচনে ভোট ছাড়াই নির্বাচিত হয়েছেন ১ হাজার ৮৩ জনপ্রতিনিধি। তাদের মধ্যে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ২৬৬ জন, বাকিদের মধ্যে ৬০৩ জন সাধারণ সদস্য (মেম্বার) এবং ২১৪ জন সংরক্ষিত সদস্য। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যানদের প্রায় সবাই আওয়ামী লীগের প্রার্থী। সবচেয়ে বেশি তৃতীয় ধাপে ৫৬৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন। এ ছাড়া প্রথম ধাপে ১৪১, দ্বিতীয় ধাপে ৩৬০ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তবে চতুর্থ ধাপে ১৩ জন একক প্রার্থী ছিলেন। গতকাল প্রত্যাহার শেষে চতুর্থ ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সংখ্যা আরও বাড়তে পারে। এ ছাড়া কক্সবাজারের টেকনাফ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র হাজী মোহাম্মদ ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তিনি সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির চাচা। এ ছাড়া পঞ্চম ধাপে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন ফরম তুলতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। ইসি জানিয়েছে, এর আগে তৃতীয় ধাপের ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ৫৬৯ জন। তাদের মধ্যে চেয়ারম্যান ১০০ জন, সংরক্ষিত সদস্য ১৩২ জন ও সাধারণ সদস্য ৩৩৭ জন। এ ছাড়া দ্বিতীয় ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮১ জন ও প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭২ জন চেয়ারম্যান নির্বাচিত হন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের উজানচর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক ও বর্তমান সদস্যের বিরোধের জেরে আলেক মিয়া (৫৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রবিবার রাত ৮টার দিকে ইউনিয়নের রাধানগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলেক মিয়া উজানচর ইউনিয়নের রাধানগর গ্রামের বাসিন্দা ও সদ্য সাবেক ইউপি সদস্য মাসুদ মিয়ার অনুসারী। স্থানীয় কয়েকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, ইউপি নির্বাচনকে ঘিরে মাসুদ মিয়ার সঙ্গে নবনির্বাচিত ইউপি সদস্য মহসিন মিয়ার নতুন করে বিরোধ তৈরি হয়। এর জেরে হত্যার ঘটনা ঘটেছে। পঞ্চম ধাপে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন ফরম তুলতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। বিকাল পর্যন্ত চার ইউপি থেকে আওয়ামী লীগের চারজন বিদ্রোহী প্রার্থী জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে অভিযোগপত্র জমা দিয়েছেন। নরসিংদীর মনোহরদীর গোতাশিয়া ইউপি নির্বাচনে তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হওয়ায় নৌকা প্রতীকের প্রার্থী মতিউর রহমানের মনোনয়ন বাতিল করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর