মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

পুলিশ হেফাজত থেকে পালানো রোহিঙ্গা যুবক টেকনাফে গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি

চট্টগ্রামের আদালতে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া মাদক মামলার আসামি রোহিঙ্গা যুবক আবুল কালামকে (২৫) টেকনাফের একটি রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। রবিবার দিবাগত রাত ২টার দিকে টেকনাফের লেদার ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক তারিকুল ইসলাম। রবিবার বিকালে চট্টগ্রাম আদালতে পুলিশ হেফাজতে থাকা মাদক মামলার আসামি আবুল কালাম পালিয়ে যান। এ ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে সাময়িকভাবে তিন পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। এর মধ্যে একজন সাব ইন্সপেক্টর (এসআই) ও দুজন কনস্টেবল। ঘটনা তদন্তে একটি কমিটি কাজ করছে। বরখাস্ত সদস্যরা কোতোয়ালি থানায় কর্মরত ছিলেন। কক্সবাজারের ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক তারিকুল ইসলাম জানিয়েছেন, গ্রেফতার আবুল কালাম লেদার ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের ৩৩৯ নম্বর কক্ষে বসবাসরত হামিদ হোসাইনের ছেলে। তিনি চট্টগ্রাম কোতোয়ালি থানার একটি মাদক মামলা (নম্বর ১২(১২)২১) ও একই থানার অন্য একটি মামলার (নম্বর ১৩(১২)২১) এজাহারভুক্ত আসামি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর