বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানের সাক্ষাৎ

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। গতকাল সন্ধ্যায় রাজধানীর ওয়েস্টিন হোটেলে এই সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তাঁরা কুশলবিনিময় শেষে দ্বিপক্ষীয় নানা বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে শিল্প-বাণিজ্যের বিকাশে বাংলাদেশ-ভারত বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার বিষয়ে তাঁরা নিজ নিজ অভিমত ব্যক্ত করেন।

সাক্ষাতে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশের শিল্প, বাণিজ্য ও আর্থসামাজিক উন্নয়নে বসুন্ধরা গ্রুপের অসামান্য অবদানের ভূয়সী প্রশংসা করেন। প্রতিবেশী দুই দেশের জনগণের স্বার্থেই আগামী দিনগুলোতে দ্বিপক্ষীয় ও বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্র বাড়ানোর বিষয়ে উভয়পক্ষ ঐকমত্য পোষণ করে। এর আগে, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সফররত ভারতের পররাষ্ট্র সচিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের আসন্ন সফরের প্রস্তুতির অংশ হিসেবে গতকাল দুই দিনের সফরে বাংলাদেশে আসেন হর্ষবর্ধন শ্রিংলা। ঢাকায় ব্যস্ত সময় কাটিয়ে আজ ঢাকা ত্যাগ করবেন ভারতের পররাষ্ট্র সচিব।

সর্বশেষ খবর