শিরোনাম
বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

মৃতের ৮৭ ভাগই টিকা পাননি

২৪ ঘণ্টায় শনাক্ত ২৯১, মৃত্যু ৫

নিজস্ব প্রতিবেদক

মৃতের ৮৭ ভাগই টিকা পাননি

করোনাভাইরাস সংক্রমণে নভেম্বরে দেশে প্রাণ হারিয়েছেন ১১৩ জন। এর মধ্যে মাত্র ১৪ জন করোনার টিকা পেয়েছিলেন। বাকি ৯৯ জনই টিকা পাননি, যা মোট মৃতের ৮৭.৬০ শতাংশ। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ ছাড়া ২৯ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত সাত দিনে মারা যান ২৩ জন, যার ১৮ জনই টিকা পাননি।

৩০ নভেম্বর পর্যন্ত প্রথম ডোজ টিকা নিয়েছেন ৬ কোটি ১৭ লাখ ৩২ হাজার ৪৩৭ জন, দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩ কোটি ৬৯ লাখ ৬৩ হাজার ১২২ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী করোনা সংক্রমণে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ১০-এ। গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ১৪ জনের নমুনা পরীক্ষায় ২৯১ জনের দেহে সংক্রমণ ধরা পড়ে। শনাক্তের হার ১.৪৫ শতাংশ। গতকাল পর্যন্ত দেশে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন মোট ১৫ লাখ ৭৮ হাজার ১১ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ৪২ হাজার ৯০৮ জন।

গত ২৪ ঘণ্টায় মৃতের মধ্যে চারজন পুরুষ, একজন নারী। সবার বয়স ৫১ বছরের বেশি। এর মধ্যে ঢাকা বিভাগে চারজন ও চট্টগ্রাম বিভাগে একজন রয়েছেন।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর