বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা
নিরাপদ সড়কের দাবি

নীলক্ষেতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

নীলক্ষেতে বিক্ষোভ

বৈরী আবহাওয়ার কারণে সংসদে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি স্থগিত করে দাবি মানতে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। গতকাল রাজধানীর নীলক্ষেত মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের একটি অংশ এ ঘোষণা দেয়।

সাত কলেজ আন্দোলনের প্রধান সমন্বয়ক ইসমাইল সম্রাট বলেন, আমরা প্রথমে হাফ পাসের দাবিতে আন্দোলন শুরু করি। কিন্তু সড়কে মৃত্যুর মিছিল চলতে থাকায় নিরাপদ সড়কের দাবি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সে কারণেই আমরা একসঙ্গে নিরাপদ সড়ক ও সারা দেশে শর্তহীনভাবে হাফ পাসের দাবি করছি। এজন্য আমরা আগামী ৯ ডিসেম্বর বেলা ১১টা পর্যন্ত সরকারকে দাবি মেনে নেওয়ার আল্টিমেটাম দিলাম। এ সময়ের মধ্যে সরকার যদি দাবি মেনে না নেয়, তাহলে সেই দিন আমরা স্মারকলিপি নিয়ে গণভবনে যাব এবং আমাদের আন্দোলন চালিয়ে যাব।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর