বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

মোবাইল ফোনকে কেন্দ্র করে খুন

নিজস্ব প্রতিবেদক

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বাসিন্দা ওমানপ্রবাসী মাহবুব হোসেনকে (২৮) কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় করা মামলার প্রধান আসামি সাদ্দাম হোসেনকে (২২) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডি জানায়, ওমানফেরত মাহবুবের সঙ্গে স্থানীয় বখাটে সাদ্দামের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ সৃষ্টি হয়। সর্বশেষ একটি মোবাইল ফোন নিয়ে বিতণ্ডার জেরে পরিকল্পনা অনুযায়ী মাহবুবকে কুপিয়ে হত্যা করেন সাদ্দাম। গতকাল দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (এলআইসি) মুক্তা ধর ও অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান। সংবাদ সম্মেলনে জানানো হয়- করোনা মহামারী চলাকালে মাহবুব হোসেন ওমান থেকে নিজ গ্রামের বাড়িতে আসেন। তখন থেকেই তার সঙ্গে বিভিন্ন বিষয়ে বিরোধ হয় সাদ্দামের। কিছুদিন আগে একটি মোবাইল ফোন নিয়ে দুজনের মধ্যে হাতাহাতিও হয়। এর জেরে ২৮ নভেম্বর সকাল ১০টার দিকে মাহবুবকে ফোনে ডেকে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে পালিয়ে যান সাদ্দাম। এ ঘটনায় নিহতের ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে সোনাইমুড়ী থানায় একটি মামলা করেন। ঘটনাটির ছায়াতদন্ত করে মামলার প্রধান আসামি সাদ্দাম হোসেনকে চট্টগ্রামের হাটহাজারী থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদ্দাম জানান, মাহবুব দেশে ফিরে এলে তার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে শত্রুতার সৃষ্টি হয়। এর ধারাবাহিকতায় তাদের মধ্যে প্রচণ্ড বাগ্বিতণ্ডা— হাতাহাতি হয়। এর পরই মাহবুবকে হত্যার পরিকল্পনা করেন সাদ্দাম।

সর্বশেষ খবর