বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

নৌকাবাইচে মুক্তির উৎসব

পটুয়াখালী প্রতিনিধি

নৌকাবাইচে মুক্তির উৎসব

জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও ৮ ডিসেম্বর পটুয়াখালী পাক হানাদারমুক্ত দিবস উপলক্ষে লাউকাঠি নদীতে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্য নৌকাবাইচ প্রতিযোগিতা।

গতকাল বিকাল ৩টায় জেলা প্রশাসনের উদ্যোগে পটুয়াখালী শহর সংলগ্ন নদীতে এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। এতে মাগুরার টাইগার গ্রুপ ছাড়াও ছয়টি গ্রুপ অংশ নেয়। নৌকাবাইচটি স্থানীয় লঞ্চঘাট থেকে শুরু হয়ে পটুয়াখালী ব্রিজ হয়ে আবারও লঞ্চঘাটে এসে শেষ হয়। জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, পটুয়াখালী-২ আসনের এমপি সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ, জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান, পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহসহ জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা ও প্রশাসনের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় নদীর দুই পাড়ে হাজার হাজার মানুষ নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করতে জড়ো হন।

নৌকাবাইচে মাগুরার টাইগার দল প্রথম, আতিকের তরী দ্বিতীয় ও শীতলা তৃতীয় স্থান অধিকার করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর