বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

পুলিশের পিটিয়ে হত্যা অভিযোগ তদন্তে বিচার বিভাগীয় কমিটি

নিজস্ব প্রতিবেদক

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ এলাকায় পুলিশের বিরুদ্ধে তাজুল ইসলাম নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগের ঘটনা তদন্তে জেলা ও দায়রা জজের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করে দিয়েছে হাই কোর্ট। গতকাল বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। কমিটির সদস্য হলেন- রংপুর জেলা ও দায়রা জজ, একজন অতিরিক্ত জেলা প্রশাসক ও একজন অতিরিক্ত পুলিশ কমিশনার। আগামী ১৫ দিনের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট বেঞ্চের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাসগুপ্ত।

এর আগে পত্রিকায় প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদন যুক্ত করে সঠিক তদন্ত চেয়ে গত ২ নভেম্বর আবেদন করেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। ওইদিনই এ ঘটনার বিস্তারিত জানতে চায় আদালত। এ ঘটনায় একটি প্রতিবেদন জমার পর নতুন করে এই কমিটি করে দিল হাই কোর্ট। স্থানীয়রা জানান, গত ১ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নয়াবাজার বছিবানিয়ার তেপতি থেকে তাজুল ইসলামকে মাদকসহ আটক করে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে পালানোর চেষ্টা করেন তিনি। পুলিশ তাকে বেধড়ক মারধর করলে ঘটনাস্থলেই মারা যান তাজুল। পরে ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী বিক্ষোভ মিছিল নিয়ে থানা ঘেরাও করে। বিক্ষুব্ধ জনতা ইটপাটকেল ছুড়ে মারার পাশাপাশি পুলিশের গাড়িসহ বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে। নিহত তাজুল ইসলাম হারাগাছ নয়াটারী দালালহাট গ্রামের বাসিন্দা ছিলেন।

সর্বশেষ খবর