বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা
অষ্টম কলাম

শুক্রবারের ছুটি বদলে দিল আরব আমিরাত

প্রতিদিন ডেস্ক

সংযুক্ত আরব আমিরাত সরকার কর্মীদের ছুটির দিন বদলে দিয়ে নতুন এক নির্দেশ জারি করেছে। এই নির্দেশ অনুযায়ী সাপ্তাহিক ছুটি শুক্রবারের বদলে রবিবার হবে এবং সপ্তাহের কাজ ৫ দিনের বদলে সাড়ে ৪ দিন হবে। সূত্র : রয়টার্স। নতুন নির্দেশিকায় বলা হয়েছে, সরকারি কর্মচারীরা এবার  থেকে সপ্তাহে সাড়ে চার দিন কাজ করবেন। ছুটি পাবেন শনি ও রবিবার। প্রসঙ্গত, আরব আমিরাত-ই প্রথম আরব রাষ্ট্র যারা সরকারিভাবে শুক্রবারের বদলে রবিবার ছুটি  ঘোষণা করল। এতদিন শুক্র ও শনিবার ছুটি পেতেন সরকারি কর্মচারীরা।

নির্দেশিকায় আরও বলা হয়েছে, সরকারি প্রতিষ্ঠানে সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত হবে কাজ। শুক্রবার সাড়ে ১২টায় শেষ হয়ে যাবে অফিস। ২০২২ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে নতুন এসব নিয়ম।

কেন এমন পরিবর্তন আনা হলো-তার ব্যাখ্যায় আমিরাত সরকারের তরফ থেকে বলা হয়েছে, কর্মীদের কাজের মান উন্নয়ন, কাজের সঙ্গে পারিবারিক জীবনের ভারসাম্য বজায় রাখার মতো বিষয়গুলোর দিকে নজর রেখেই কমানো হচ্ছে কর্মীদের কাজের সময়।

সর্বশেষ খবর