শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

কোনো সংস্থাই দায় এড়াতে পারে না

আ জ ম নাছির উদ্দিন

কোনো সংস্থাই দায় এড়াতে পারে না

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, নালা ও খালে পড়ে মানুষ মৃত্যুর দায় কোনো সংস্থাই এড়াতে পারে না। যে সংস্থার প্রকল্প চলছে তার যেমন দায় আছে, তেমনি নগরবাসীর নিরাপত্তা প্রদানে ব্যর্থ হলে তার দায়ও নিতে হবে। আমাদের দল এখন সরকারে। প্রধানমন্ত্রী চট্টগ্রামের উন্নয়নে অবিরাম বরাদ্দ দিয়ে যাচ্ছেন। অথচ এখানে খাল-নালায় পড়ে মানুষ মারা যাচ্ছে। সরকারি দল হিসেবে সেটি আমাদের জন্য দুঃখের। আমরা লজ্জাবোধ করি। বাংলাদেশ প্রতিদিনকে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, যে কোনো মৃত্যুই বেদনাদায়ক, মর্মান্তিক ও দুঃখজনক। কিন্তু এর তো শেষ থাকা উচিত। আমার জানা মতে আমার দায়িত্ব পালনকালে কিংবা আমার পূর্ববর্তী মেয়রদের সময়ও এভাবে খাল-নালায় পড়ে মৃত্যুর ঘটনা ঘটেনি। এখন যা ঘটছে তা সম্পূর্ণ অবহেলার ফল। এখানে দায়িত্বে অবহেলা, অদূরদর্শিতা এবং অপরিণামদর্শিতা আছে। ফলে বারবার দুর্ঘটনা ঘটছে। আ জ ম নাছির উদ্দিন বলেন, আমাদের সমাজে দায়িত্ব এড়ানোর একটা প্রবণতা আছে। এখানে বারবার মৃত্যুর পরও প্রতিনিয়ত তা হচ্ছে। কিন্তু এসব মৃত্যুর দায় এড়ানোর কোনো সুযোগ নেই। সিটি করপোরেশন এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকেই দায়িত্ব নিতে হবে। এখানে ব্যর্থতা আড়াল করারও কোনো সুযোগ নেই। কারণ নগরের ভালো-মন্দ দেখভালের দায়িত্ব এ দুই সংস্থার। তিনি বলেন, নগরের উন্মুক্ত ড্রেনে স্লাব বসানোটা বড় কোনো কাজ নয়। এর জন্য বড় আকারের বাজেটেরও দরকার পড়ে না। একটু আন্তরিকতা ও উদ্যোগ নিলেই নালায় স্লাব বসানো সম্ভব। সেটা সময়সাপেক্ষ হলে বাঁশ, কাঁটাতার দিয়েও ব্যারিয়ার দেওয়া যায়। এমনটি হলে অন্তত তিনটি প্রাণ অকালে ঝরে যেত না। সাবেক এই মেয়র বলেন, দেশ উন্নত হচ্ছে। এর ধারাবাহিকতায় চট্টগ্রামেও উন্নয়ন কাজ চলছে। নগরবাসী আধুনিক ও উন্নত নগর কামনা করে। সঙ্গে আধুনিক সুযোগ-সুবিধা প্রত্যাশা করে। কিন্তু এখন নগরবাসী কী দেখছে, তা নিয়ে দায়িত্বশীল সবাইকে ভাবতে হবে।

সর্বশেষ খবর