শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

করোনায় মৃত্যুহীন আরও একটি দিন

নিজস্ব প্রতিবেদক

করোনায় মৃত্যুহীন আরও একটি দিন

করোনাভাইরাস সংক্রমণে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে কারও মৃত্যু হয়নি। ১৯ দিন পর করোনায় আরও একটি মৃত্যুহীন দিন দেখল দেশ। এর আগে ১৯ মাসেরও বেশি সময় পর গত ২০ নভেম্বর করোনায় মৃত্যুহীন দিন দেখেছিল দেশ। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৪৯৬ জনের নমুনা পরীক্ষায় ২৬২ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১.২২ শতাংশ। গতকাল পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭৮ হাজার ৫৫০ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ৪৩ হাজার ৪৯১ জন। মোট মৃতের সংখ্যা আগের দিনের মতো ২৮ হাজার ১৬ জনই রয়েছে। দেশে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ১০ দিন পর ১৮ মার্চ এই ভাইরাসে দেশে প্রথম মৃত্যুর খবর আসে। এরপর কোনো দিন দুই-একজন, কোনো দিন শূন্য মৃত্যুর ঘটনা ঘটে। তবে ৩ এপ্রিলের পর ১৯ মাসেরও বেশি সময় মৃত্যুহীন দিন দেখেনি দেশের মানুষ। গত জুলাই মাসেই করোনায় মৃত্যু হয় ৬ হাজার ১৮২ জনের। গড়ে প্রতিদিন প্রায় ২০০ জন মারা গেছে ওই মাসে। সেপ্টেম্বর থেকে সংক্রমণ ও মৃত্যু কমতে শুরু করে।

ওমিক্রন ডেল্টার চেয়ে দুর্বল, তবে এটি দ্রুত সংক্রমিত করে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা গতকাল জানিয়েছে, দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট অতিসংক্রামক হলেও ভাইরাসের ডেল্টা ধরনের তুলনায় দুর্বল। সূত্র : আলজাজিরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও জানিয়েছে, প্রাথমিক তথ্য এই ইঙ্গিত করে যে, ওমিক্রন কভিড-১৯ ভাইরাস পূর্ববর্তী ভ্যারিয়েন্টের তুলনায় আগে সংক্রমিত বা ভ্যাকসিন নিয়েছে এমন লোকদের সহজেই সংক্রমিত করতে পারে তবে এই সংক্রমণের প্রভাব মৃদু।

সর্বশেষ খবর