শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

দুই সন্তান স্বামীর পর শান্তাও না-ফেরার দেশে

নিজস্ব প্রতিবেদক

দুই সন্তান স্বামীর পর শান্তাও না-ফেরার দেশে

মুন্সীগঞ্জ সদর উপজেলার একটি বাসায় বিস্ফোরণে দগ্ধ দুই শিশুসন্তান ও স্বামীর পর এবার স্ত্রীরও মৃত্যু হয়েছে। বুধবার রাত আড়াইটায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার নাম শান্তা বেগম (২৮)।

দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গত ৪ ডিসেম্বর মৃত্যু হয় শান্তার স্বামী কাউসার খানের (৪২)। এর আগে গত ২ ডিসেম্বর একই হাসপাতালে মারা যায় তাদের দুই শিশুসন্তান ইয়াসিন খান (৬) ও নহর খান (৩)। গতকাল ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, শান্তার শরীরের ৪৮ শতাংশ দগ্ধ হয়েছিল। ২ ডিসেম্বর ভোর সাড়ে ৪টায় মুন্সীগঞ্জ সদর উপজেলার পশ্চিম মুক্তারপুর এলাকার একটি বাসায় গ্যাস লাইন থেকে বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হন। ঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে বলে সে সময় জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সর্বশেষ খবর