শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

দার্জিলিং কমলা চাষে তরুণরা

জামান আখতার, চুয়াডাঙ্গা

দার্জিলিং কমলা চাষে তরুণরা

দেশের মাটিতে বাণিজ্যিকভাবে দার্জিলিং কমলা চাষ করে সাফল্য পাচ্ছেন চুয়াডাঙ্গার চাষিরা। এদের মধ্যে অনেক শিক্ষিত তরুণও আছেন। খরচ কম, পরিচর্যাও সহজ এ কারণে তরুণরা এ কমলা চাষে এগিয়ে আসছেন। এসব তরুণের সাফল্যের গল্প শুনতে প্রতিদিনই আগ্রহী চাষিরা ছুটে আসছেন চুয়াডাঙ্গার কমলা বাগানগুলোতে। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মানিকপুর গ্রামের তরুণ সজল আহমেদের দার্জিলিং কমলার বাগানে গিয়ে দেখা যায়, গাছের ডালে থোকায় থোকায় ঝুলছে কমলা। বড় আকার ও চকচকে কমলা রঙের এ ফল দেখে যে কেউই অবাক হবেন। কারণ দার্জিলিংয়ের যে কমলা আমাদের বাজারে পাওয়া যায়, সেই কমলাই এখন দেশের মাটিতে চাষ হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদফতরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, চুয়াডাঙ্গায় কমলা চাষের সাফল্যে অনেকেই অনুপ্রাণিত হচ্ছেন। এ কারণে এ চাষকে সম্প্রসারিত করার জন্য তারাও সব ধরনের পরামর্শ ও প্রচারণা চালাচ্ছেন।

সর্বশেষ খবর