শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা
মেয়ের সামনে মাকে ধর্ষণ

ডিবির এসআই বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় আবাসিক হোটেলে মেয়ের সামনে মাকে ধর্ষণের অভিযোগে ডিবির সাব ইন্সপেক্টর জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিবি) বি এম নুরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। ধর্ষণের শিকার হওয়া নারীকে তার পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার মো. শাহজাহান শেখ জানান, ঘটনার প্রাথমিক সত্যতা নিশ্চিত হওয়ায় ডিবির এসআই জাহাঙ্গীরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য খালিশপুর অঞ্চলের এসি হুমায়ুন কবিরকে ঘটনা তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে আসামি  কারাগারে রয়েছে। জানা যায়, বাগেরহাটের মোংলা থেকে ভুক্তভোগী নারী তার মেয়েকে ডাক্তার দেখানোর জন্য মঙ্গলবার খুলনায় আসেন। রাতে থাকার জন্য হাদিস পার্কের কাছে সুন্দরবন হোটেলের ১৩ নম্বর রুম বুকিং করেন। রাত পৌনে ৩টায় ডিবির সাব ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম রুমে ঢুকে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন জাহাঙ্গীর আলমকে আটক করে পুলিশে দেয়। পরে এ ঘটনায় খুলনা সদর থানায় দায়ের হওয়া মামলায় জাহাঙ্গীরকে গ্রেফতার দেখিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়।

সর্বশেষ খবর