শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

বিএনপি নেতা আলালের বিরুদ্ধে মামলা দায়ের

শরীয়তপুর প্রতিনিধি

প্রধানমন্ত্রী সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করায় বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে শরীয়তপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করা হয়েছে। বিচারক শামসুল আলম মামলা আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন। গতকাল দুপুর ২টায় শরীয়তপুর সদর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে এ মামলা করেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ অক্টোবর জাতীয়তাবাদী নাগরিক কমিটির আয়োজনে ‘বাংলাদেশ ও শহীদ জিয়াউর রহমান শীর্ষক’ এক আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে বিভিন্ন ধরনের কটূক্তি ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেন। জঘন্য ভাষায় প্রদান করা সেই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম বিএনপির ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়। তার অশোভন বক্তব্যে ভারতের প্রধানমন্ত্রীকেও টানা হয়। দুই দেশের সরকার প্রধানকে নিয়ে এমন বক্তব্য রাষ্ট্রদ্রোহের শামিল। গণধোলাইয়ের ঘোষণা ছাত্রলীগের : এদিকে বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জানিয়েছেন, প্রধানমন্ত্রীকে জড়িয়ে বিএনপির একটি আলোচনা সভায় কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় সংগঠনটির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে যেখানে পাওয়া যাবে সেখানে গণধোলাই ও জুতাপেটা করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়। গতকাল দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এক সমাবেশে এই ঘোষণা দেন তিনি। ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের মন্তব্যের প্রতিবাদে ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং বিভিন্ন সময় ছাত্রশিবির-ছাত্রদল কর্তৃক ছাত্রলীগের নেতা-কর্মীদের হত্যার রায় ঘোষণার দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে মোয়াজ্জেম হোসেন আলালের কুশপুত্তলিকা দাহ করা হয় এবং তাঁর প্রতিকৃতি বানিয়ে জুতাপেটা ও ঝাড়ুপেটা করেন ছাত্রলীগ নেতা-কর্মীরা।

সর্বশেষ খবর