শিরোনাম
শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

চাকরিচ্যুত করায় ৩৫ লাখ টাকা চুরি

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকায় বেসরকারি প্রতিষ্ঠান হুয়া থাই সিরামিক ইন্ডাস্ট্রিজের কার্যালয়ে ভল্ট ভেঙে ৩৫ লাখ ৭০ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত প্রতিষ্ঠানটির সাবেক কর্মী রাসেল সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার বামনডাঙ্গা থেকে তাকে গ্রেফতার করা হয়। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ৬ ডিসেম্বর হুয়া থাই সিরামিক ইন্ডাস্ট্রিজের কার্যালয়ের ভোল্ট ভেঙে ৩৫ লাখ ৭০ হাজার টাকা চুরির ঘটনা ঘটে। ঘটনার পর ওইদিন রাতেই প্রতিষ্ঠানের মালিকপক্ষ কাফরুল থানায় একটি মামলা করেন। সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় চোর রাসেলকে শনাক্তের পর গ্রেফতার করা হয়। রাসেলের কাছ থেকে ৩১ লাখ ৫০ হাজার উদ্ধার করা হয়েছে। বাকি টাকা খরচ ও নিজের ঋণ শোধ করেছেন বলে জানিয়েছেন। রাসেল ১৩ বছর ওই প্রতিষ্ঠানে চাকরি করেছেন। কিছুদিন আগে কিছু অনিয়ম ও প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ভাঙায় তিনি চাকরিচ্যুত হন। এরপর কৌশলে হুয়া থাই সিরামিক ইন্ডাস্ট্রিজের কার্যালয়ে ঢুকে ভল্ট ভেঙে ৩৫ লাখ ৭০ হাজার টাকা চুরি করে পালিয়ে যান।

সর্বশেষ খবর