শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

মং সার্কেলের রাজপুণ্যাহ শুরু

খাগড়াছড়ি প্রতিনিধি

মং সার্কেলের রাজপুণ্যাহ শুরু

পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী মং সার্কেলের তিন দিনব্যাপী রাজপুণ্যাহ উৎসব গতকাল শুরু হয়েছে। খাগড়াছড়ি সদরের মহালছড়ায় রাজার মাঠে সপ্তম রাজপুণ্যাহের উদ্বোধন করেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। এর আগে, সকালে ঐতিহ্যবাহী পোশাক-পরিচ্ছদ ও আবহে আমন্ত্রিত অতিথিদের নিয়ে রাজপুণ্যাহস্থলে আগমন করেন মং সার্কেলের চিফ সাচিং প্রু চৌধুরী। আলোচনা সভা শেষে হেডম্যান, কারবারি ও আমন্ত্রিত অতিথিরা মং সার্কেল চিফকে সম্মানসূচক ঐতিহ্যবাহী নজরানা উপঢৌকন প্রদান করেন। পুণ্যাহ অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুই প্রু চৌধুরী, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সভাপতি কংজরী চৌধুরীসহ সামরিক-বেসামরিক কর্মকর্তা, হেডম্যান-কারবারি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। রবিবার নারী হেডম্যান-কারবারিদের সম্মেলনের মধ্য দিয়ে শেষ হবে রাজপুণ্যাহ অনুষ্ঠান।

সর্বশেষ খবর