শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা
রাষ্ট্রবিরোধী প্রচারণা

রাজধানীতে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন আন্দোলনে উসকানি এবং রাষ্ট্রবিরোধী প্রচারণার অভিযোগে রাজধানীর স্বামীবাগের মিতালী স্কুল গলি রোড থেকে র‌্যাব-৩ এর একটি দল পাঁচজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন- আবদুল্লাহ আল মাহমুদ, ওয়ায়েজ কুরুনী, তাওহীদুল ইসলাম, গাজী সাখাওয়াত ও হাবিবুর রহমান। র‌্যাব দাবি করেছে, তাদের কাজ ছিল বিভিন্ন আন্দোলনে উসকানি ও রাষ্ট্রবিরোধী প্রচারণা। তাদের সবাই উচ্চশিক্ষিত। এসব কর্মকাণ্ডের জন্য দেশ ও দেশের বাইরে থেকে অনেকেই তাদের অর্থের জোগান দিতেন। তবে আইনপ্রয়োগকারী সংস্থার নজরদারি এড়াতে কৌশল হিসেবে ঘন ঘন তারা স্থান পরিবর্তন করতেন। সম্প্রতি নিরাপদ সড়ক আন্দোলনে উসকানির বিষয়ে তদন্ত করতে গিয়ে এ চক্রের সন্ধান পেয়েছে র‌্যাব। পরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর স্বামীবাগের মিতালী স্কুল গলি রোড থেকে এ চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব দাবি করেছে, তাদের কাছ থেকে ২ লাখ টাকা, ল্যাপটপ, পোর্টেবল হার্ডডিস্ক, দেশবিরোধী, নাশকতা ও উসকানিমূলক লিফলেট উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা রাষ্ট্রবিরোধী চক্রান্ত ও নাশকতায় উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে বিভিন্ন তথ্য দিয়েছেন বলেও দাবি করেছেন র‌্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন। গতকাল দুপুরে কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এসব বলেন। তিনি উল্লেখ করেন, গ্রেফতারকৃতরা সবাই ভিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছেন।

তাদের মধ্যে আবদুল্লাহ আল মাহমুদ স্বীকার করেছেন, তিনি আগে ছাত্রশিবির করতেন। বাকিরা রাজনৈতিক মতাদর্শের কথা স্বীকার করেননি। তবে তারা দেশের বিভিন্ন ইস্যুতে অপপ্রচার চালাতেন। সামাজিক যোগাযোগমাধ্যম এবং লিফলেটের মাধ্যমে তারা তা করতেন। উসকানি ও অপপ্রচারের জন্য তাদের টেলিগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ক্লোজ গ্রুপ রয়েছে।

সর্বশেষ খবর