রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

অনলাইনে টিআইএন পাবেন বিদেশি বিনিয়োগকারীরা

বিডার ওয়ান স্টপ সার্ভিসে যুক্ত হচ্ছে নতুন ৫টি সেবা ব্যবসা বাণিজ্যের ৫৬ সেবা মিলবে অনলাইনে

রুকনুজ্জামান অঞ্জন

বিদেশি বিনিয়োগকারীরা এখন অনলাইনে ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) নিতে পারবেন। এ জন্য তাঁদের আর ঢাকায় এসে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর সঙ্গে যোগাযোগ করতে হবে না। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) যে ওয়ানস্টপ সার্ভিস (ওএসএস) পোর্টাল রয়েছে, সেই পোর্টালে ঢুকেই বিশ্বের যে কোনো দেশ থেকে বিদেশি বিনিয়োগকারীরা স্বল্পতম সময় এ সেবা গ্রহণের সুযোগ পাবেন। এনবিআরসহ দেশের পাঁচটি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সেবা নতুন করে বিডার ওএসএস পোর্টালে যুক্ত হচ্ছে। আজ রোববার বিডার প্রধান কার্যালয়ে এসব সেবা কার্যক্রমের উদ্বোধন করা হবে। বিডার ওয়ানস্টপ সার্ভিস অ্যান্ড রেগুলেটরি রিফর্মস অধিশাখার পরিচালক জীবন কৃষ্ণ সাহা বাংলাদেশ প্রতিদিনকে জানান, দেশের উদ্যোক্তারা অনলাইনে টিআইএন রেজিস্ট্রেশনের সুবিধা পেলেও বিদেশিদের জন্য এ সুযোগ ছিল না। এখন বিডার ওএসএস পোর্টালে ঢুকে বিদেশি বিনিয়োগকারীরা ঘরে বসেই এ সুবিধা নিতে পারবেন। এ লক্ষ্যে এনবিআর-এর সঙ্গে বিডার সমঝোতা চুক্তি হয়েছে। নতুন এ সেবার মাধ্যমে দেশে-বিদেশি বিনিয়োগের একটি অন্যতম বাধা দূর হবে বলে মনে করছেন বিডার এ কর্মকর্তা। অন্য যে নতুন চারটি সেবা বিডা ওয়ানস্টপ সার্ভিসে যুক্ত হচ্ছে সেগুলো হলো- আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দফতরের মাধ্যমে রপ্তানিকারকদের অনলাইনে অনুমতি দেওয়া; ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ব্যবসায়ীদের আমদানি-রপ্তানি পণ্যের রুলস অব অরিজিন সার্টিফিকেট দেওয়া; চট্টগ্রাম সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স অনলাইনে দেওয়া এবং আমদানিকারকদের জন্য বিডা থেকে যে ইমপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট (আইআরসি) নিতে হয়, সেটিও বিডার ওএসএস পোর্টালের মাধ্যমে অনলাইনে দেওয়া। জীবন কৃষ্ণ সাহা জানান, দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য অনলাইন সেবা নিশ্চিত করতে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ওয়ানস্টপ সার্ভিস পোর্টাল চালু করে বিডা। বর্তমানে ওএসএস পোর্টালের মাধ্যমে বিডার ১৬টিসহ প্রতিষ্ঠানের মোট ৫১টি সেবা দেওয়া হচ্ছে। নতুন পাঁচটি সেবা যুক্ত হলে মোট ৫৬টি সেবা মিলবে অনলাইনে। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, ব্যবসা-বাণিজ্য সহজ করতে এরই মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন অনলাইনে ট্রেড লাইসেন্স দিচ্ছে। উত্তর সিটি করপোরেশনেও অনলাইনে এ সুবিধা দিতে একাধিকবার সময় নিয়েছে। এ ছাড়া ডিসিসিআইর ব্যবসায়ীরা এখন থেকে অনলাইনে তাদের পণ্য আমদানি-রপ্তানির রুলস অব অরিজিন সার্টিফিকেট পাবেন। একই সুবিধা যাতে এফবিসিসিআই ও চট্টগ্রাম চেম্বারের সদস্যরা পান সে লক্ষ্যেও কাজ করছে বিডা।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর