বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা
অষ্টম কলাম

ঢাবির হলে বিবাহিত ছাত্রীদের থাকার বিধিনিষেধ বাতিল চায় শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের পাঁচটি হলে বিবাহিত শিক্ষার্থীদের থাকার বিধিনিষেধ বাতিলসহ চার দফা দাবিতে উপাচার্য বরাবর চিঠি দিয়েছেন হলগুলোর শিক্ষার্থী প্রতিনিধিরা। সোমবার শামসুন্নাহার হল সংসদের ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি এ তথ্য নিশ্চিত করেন। তিনিসহ অন্য হলগুলোর প্রতিনিধিরা সোমবার এ-সংক্রান্ত দাবিনামা সংবলিত একটি চিঠি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে দিয়েছেন।

তাদের দাবিগুলোর মধ্যে আছে, বিবাহিত মেয়েদের হলে থাকার বিষয়ে যে বিধিনিষেধ এবং তাদের জন্য যে প্রচলিত নিয়ম আছে তা বাতিল করতে হবে; শিক্ষার্থীদের প্রাপ্তবয়স্ক নাগরিকের মর্যাদা রক্ষার্থে সব ছাত্রী হলে লোকাল গার্জিয়ান বা স্থানীয় অভিভাবকের পরিবর্তে ‘ইমারজেন্সি কন্টাক্ট’ বা ‘জরুরি যোগাযোগ’ শব্দটি রাখতে হবে; আবাসিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দ্বারা যে কোনো ধরনের হয়রানি এবং অসহযোগিতামূলক আচরণ বন্ধ করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে; শিক্ষা কার্যক্রম চলমান থাকা সাপেক্ষে অনাবাসিক ছাত্রীদের হলে প্রবেশের অধিকার পুনর্বহাল করতে হবে এবং জরুরি প্রয়োজনে তাদের হলে অবস্থান করতে দিতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর