বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

ভালোবেসে বিয়ের পর যৌতুক দাবি, না পেয়ে সিগারেটের ছ্যাঁকা

সাভার প্রতিনিধি

সাভারে যৌতুক না পেয়ে সিগারেটের ছ্যাঁকা দিয়ে পোশাকশ্রমিক শান্তা খাতুনের (২১) শরীর ঝলসে দিয়েছেন তার স্বামী। গতকাল সকালে শান্তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়েমুল হুদা বলেন, ‘সোমবার গভীর রাতে শান্তা নামে এক নারী শরীরের বিভিন্ন জায়গায় সিগারেটের ছ্যাঁকা নিয়ে হাসপাতালে আসেন। তার স্বামী নজরুল ইসলাম এ ছ্যাঁকা দিয়েছেন বলে তিনি জানিয়েছেন। তাকে এখন আমাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’ সাভার পৌর এলাকার নামাগেণ্ডা মহল্লায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শান্তা খাতুন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘পরিবারের অমতে ভালোবেসে বিয়ে করি পরিবহনশ্রমিক সাভারের গেণ্ডা এলাকার নজরুল ইসলামের ছেলে জাহিরুল ইসলাম সাগরকে। বিয়ের কিছুদিন পর থেকে সাগর যৌতুকের দাবিতে নির্যাতন শুরু করে। সোমবার গভীর রাতে যৌতুকের বিষয়টি মা-বাবাকে জানাতে বললে অস্বীকার করি। এতে ক্ষিপ্ত হয়ে সে আমাকে মারধর এবং সিগারেটের আগুন দিয়ে শরীরের বিভিন্ন অংশে ছ্যাঁকা দেয়। একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরলে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি অবস্থায় দেখতে পাই।’ সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাঈনুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘ঘটনা শুনেছি তবে এখনো অভিযোগ পাইনি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর