বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রী হত্যা, স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বনানী এলাকায় শ্বশুরবাড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের শেষ বর্ষের ছাত্রী এলমা চৌধুরী মেঘলাকে হত্যার অভিযোগ উঠেছে। মেঘলা ঢাকার ধামরাইয়ের সাইফুল ইসলাম চৌধুরীর মেয়ে। গতকাল সন্ধ্যায় লাশ উদ্ধারের পর তার স্বামী ইফতেখারকে আটকের কথা জানিয়েছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া। মেঘলার স্বজনদের অভিযোগ, তাকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। তার হাত ও পায়ে জখমের বেশ কিছু দাগ দেখতে পেয়েছেন তারা। ওসি নূরে আজম জানিয়েছেন, ‘মৃতের শরীরে প্রচুর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আমরা ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছি। প্রতিবেদন পেলে বলা যাবে।’

মেঘলার খালু মো. ইকবাল বলেন, ‘পাঁচ-ছয় মাস আগে কানাডাপ্রবাসী ইফতেখারের    সঙ্গে মেঘলার বিয়ে হয়। বিয়ের পর থেকেই বনানী শ্বশুরবাড়িতে থাকত। ওর স্বামী কানাডাতেই ছিল। তিন-চার দিন আগে ইফতেখার দেশে ফেরে। গতকাল বিকাল ৪টার দিকে মেঘলার মাকে ফোন করে তার শাশুড়ি জানান মেঘলা অসুস্থ। ওকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হচ্ছে। তার মাকেও হাসপাতালে আসতে বলেন তিনি। এরপর মেঘলার মা ও আমরা কয়েক স্বজন হাসপাতালে এসে শুনি ওর মৃত্যু হয়েছে। আমি নিজে ডাক্তারের সঙ্গে কথা বললাম। হাসপাতালে আনার অনেক আগেই মেঘলার মৃত্যু হয়েছে বলে ডাক্তাররা মনে করছেন।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর