শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

মায়ের কাছে চিরকুট লিখে পঞ্চম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী অভিমান করে মায়ের কাছে চিরকুট লিখে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ফকিরবাড়ির আত্মহত্যাকারী জেসমিন আক্তার ইভা (১২) ওই এলাকার সবজি বিক্রেতা মুহাম্মদ সোলাইমানের মেয়ে এবং পশ্চিম ভানুমতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।

পরিবার ও থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে অনেকক্ষণ ধরে ইভা ঘর থেকে বের হচ্ছিল না। পরে পরিবারের লোকজন ঘরে ঢুকে দেখেন চালার সঙ্গে জেসমিনের লাশ ঝুলছে। রাত ৯টার দিকে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। ইভার ভাই মুহাম্মদ হাসান বলেন, ‘সন্ধ্যার পরও  জেসমিন স্বাভাবিক ছিল। এরপর কীভাবে এ রকম ঘটল কেউই বুঝতে পারছি না। ইভার গলায় স্কার্ফ পেঁচানো ছিল।’

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, ওই ছাত্রীকে পড়াশোনার জন্য মা বকা দিতেন, শাসন করতেন। হয়তো এ কারণে আত্মহত্যা করতে পারে। চিরকুটে লেখা হয়- ‘আম্মু মানে মা, মানে তুমি। আম্মু তুমি যখন বলেছিলে তোমার মন থেকে উঠে গেছি, তখন আমার বাঁচার ইচ্ছেটা চলে গেলে ঠিক করে নিয়েছি যে নিজেকে শেষ করে দেব। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যে তোমরা যেন ভালো থাক। আমাকে যেভাবে কথা শুনাতে সেভাবে আমার ভাইদের শুনিয়ো না। যদি শুনাও তাহলে তারাও আমার মতো করে তোমার কোল খালি করে চলে যাবে। আমি মরার আগে আব্বুকে দেখে যেতে পারলাম না। একটা আশা অপূরণ রয়ে গেছে।’

সর্বশেষ খবর