শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা
অষ্টম কলাম

আরব বিশ্বের এক তৃতীয়াংশ জনগোষ্ঠী ক্ষুধায় কাতর : জাতিসংঘ

প্রতিদিন ডেস্ক

শক্তিশালী আরব বিশ্বের ৪২ কোটি জনসংখ্যার এক-তৃতীয়াংশেরই যথেষ্ট খাবার নেই বলে জানিয়েছে জাতিসংঘ। বৃহস্পতিবার জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সূত্র : রয়টার্স।

ওই প্রতিবেদনে আরও বলা হয়- ২০১৯ ও ২০২০ সালের মধ্যে আরব বিশ্বে অপুষ্টির শিকার মানুষের সংখ্যা ৪৮ লাখ থেকে বেড়ে ৬ কোটি ৯০ লাখে দাঁড়িয়েছে; যা মোট জনগোষ্ঠীর প্রায় ১৬ শতাংশ। প্রতিবেদনে বলা হয়েছে- এ পরিস্থিতির নেপথ্যে রয়েছে দীর্ঘায়িত সংকট, সামাজিক অসন্তোষ এবং সংঘাত, দারিদ্র্য, বৈষম্য, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক সম্পদের অভাব ও সাম্প্রতিক করোনা মহামারী-সংশ্লিষ্ট অর্থনৈতিক চাপের মতো একাধিক সংকট প্রকট হয়ে ওঠা।

এফএও বলছে, ‘সব আয়ের এবং সংঘাতকবলিত ও সংঘাতহীন সব এলাকার মানুষের মধ্যেই অপুষ্টির মাত্রার বৃদ্ধি ঘটেছে। এ ছাড়া ২০২০ সালে প্রায় ১৪ কোটি ১০ লাখ মানুষ পর্যাপ্ত খাবার পায়নি, যা ২০১৯ সালের তুলনায় প্রায় ১০ লাখ বেশি।’ এফএওর সহকারী মহাপরিচালক আবদুল হাকিম এলওয়ায়ের বলেন, প্রাথমিক শর্তগুলো নিম্নমুখী হতে থাকায় এ বছর পরিস্থিতির উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।

সর্বশেষ খবর