শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

বিজয়ের মাসে বাংলাদেশের গৌরবের জয়

ক্রীড়া প্রতিবেদক

উৎসবমুখর পরিবেশে বিজয় দিবসের ৫০ বছর উদ্যাপন করেছে বাংলাদেশ। সুবর্ণজয়ন্তী উৎসব হয়েছে মহা আড়ম্বরে। জমকালোভাবে পালিত বিজয় দিবসের পরের দিন গোটা দেশের জনগণকে আরও একবার আনন্দে মাতিয়েছেন তহুরা খাতুন, মারিয়া মাণ্ডারা। সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে হেভিওয়েট লড়াইয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ মহিলা দল ১-০ গোলে হারিয়েছে চির প্রতিদ্বন্দ্বী ভারতকে। এই জয়ে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান নিয়েছে। গতকাল কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের একমাত্র গোলটি করেন শামসুন্নাহার। গোলটি করেছেন পেনাল্টিতে। টানা দুই জয়ের পর হেরেছে ভারত। রাউন্ড রবিন লিগ পদ্ধতির চ্যাম্পিয়নশিপে মাণ্ডাদের শেষ ম্যাচ আগামীকাল সন্ধ্যায় শ্রীলঙ্কার বিপক্ষে। চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে দুরন্ত ফুটবল খেলেও গোলশূন্য ড্র করেছিল। পরের ম্যাচে ৬-০ গোলে বিধ্বস্ত করে ভুটানকে। গতকাল ভারতের বিপক্ষে খেলতে নামে আগের ম্যাচের একাদশের তিন পরিবর্তন নিয়ে। আনুচিং মোগিনী, সাহেদা আক্তার রিপা ও আফিদা খন্দকারের বদলে নিলুফা ইয়াসমিন নীলা, শামসুন্নাহার জুনিয়র ও মার্জিয়াকে নামান কোচ গোলাম রব্বানি ছোটন। খেলতে নেমেই গোল করেন শামসুন্নাহার। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ছোটনের শিষ্যরা। ৬ মিনিটেই ম্যাচের একমাত্র গোলটি হয়। ডি বক্সে তহুরা খাতুনকে ফেলে দেন ভারতীয় ডিফেন্ডার ক্রিতিনা দেবী। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিকে বাংলাদেশের পক্ষে গোলটি করেন শামসুন্নাহার সিনিয়র। এরপর আরও সুযোগ সৃষ্টি করেন তহুরারা। কিন্তু গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ২০১৭ সালে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ গ্রুপ পর্বে ৩-০ গোলে ভারতকে হারায়। চ্যাম্পিয়ন হয় ফাইনালে ১-০ গোলে ভারতকে হারিয়ে। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর