রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

মুনাজাতে ভুল পদ গেল আওয়ামী লীগ নেতার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর বাগমারায় বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদদের শ্রদ্ধা জানানোর পর ভুলবশত বঙ্গবন্ধুর হত্যাকারীদের জান্নাত চেয়ে মুনাজাত করা হয়। মুনাজাতটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় গতকাল দুপুরে পৌর আওয়ামী লীগের জরুরি সভা ডাকা হয়। দল থেকে আজীবনের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত হয় মুনাজাত পরিচালনাকারী পৌর আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাককে। তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ জানান, মুনাজাতটি ভুলবশত হয়েছে। পরে সেটি সংশোধন করা হয়েছে। তারপরও আবদুর রাজ্জাকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ দারা বলেন, এটি ক্ষমার অযোগ্য অপরাধ।

ভাইরাল হওয়া ১৬ সেকেন্ডের ভিডিওতে মুনাজাতে আবদুর রাজ্জাক বলেন, ‘মাবুদ জাতির জনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছেন, আল্লাহ তাদের সকলকে জান্নাত দান করে দিও আল্লাহ। ইয়া মাবুদ আমাদের দেশের জননেত্রী শেখ হাসিনা..’। এ সময় পৌর মেয়র আবুল কালাম আজাদ ও অন্য আওয়ামী লীগ নেতাদের আমিন বলতে শোনা যায়।

সর্বশেষ খবর