সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

সংক্রমণ কম সিলেটে বেশি খুলনায়, মৃত্যু শুধু ঢাকায়

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস সংক্রমণে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের মধ্যে শুধু ঢাকাতে একজনের মৃত্যু হয়েছে। অপর ৬৩ জেলায় কেউ মারা যাননি। তবে এ সময়ে নমুনা পরীক্ষায় সর্বোচ্চ শনাক্তের হার ছিল খুলনা বিভাগে। সিলেট বিভাগে কোনো নতুন রোগী পাওয়া যায়নি।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১৭ হাজার ৩৩২ জনের নমুনা পরীক্ষায় ২১১ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১.২২ শতাংশ। তবে এ সময়ে খুলনা বিভাগে শনাক্তের হার ছিল ৩.২৫ শতাংশ। অন্য বিভাগগুলোর মধ্যে ময়মনসিংহে ২.৯১ শতাংশ, রাজশাহীতে ২.৮০ শতাংশ, রংপুরে ২.৪৬ শতাংশ, বরিশালে ২.১৭ শতাংশ, ঢাকায় ১.২৬ শতাংশ ও চট্টগ্রামে শূন্য দশমিক ৩৫ শতাংশ ছিল শনাক্তের হার। সিলেট বিভাগে ৫৭০ জনের নমুনা পরীক্ষায় কোনো করোনা রোগী পাওয়া যায়নি।

গতকাল পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ৮১ হাজার ৮৩ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ৪৫ হাজার ৫৭১ জন। প্রাণ হারিয়েছেন ২৮ হাজার ৪৮ জন। গত ২৪ ঘণ্টায় মৃত ব্যক্তিটি ছিলেন পুরুষ। তার বয়স ছিল ৫১ থেকে ৬০ বছরের মধ্যে।

 

সর্বশেষ খবর