শিরোনাম
সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা
অষ্টম কলাম

স্পুটনিক ভি নিয়ে নতুন দাবি রাশিয়ার

প্রতিদিন ডেস্ক

করোনার যেসব টিকা রয়েছে তা এর বিরুদ্ধে কতটা কার্যকর, কিংবা দুই ডোজ নেওয়াই যথেষ্ট না বুস্টারের প্রয়োজন- এসব নিয়ে এখনো দ্বিধায় চিকিৎসা বিজ্ঞান। এরই মধ্যে রাশিয়া জানিয়ে দিল, তাদের তৈরি স্পুটনিক ভি ওমিক্রনকে ঠেকাতে সক্ষম। কারণ স্পুটনিক টিকার মধ্যে ওমিক্রনের মোকাবিলা করার মতো উচ্চ জীবাণু প্রশমন ক্ষমতা রয়েছে। সূত্র : তাস।

রাশিয়া সরকারের এক বিবৃতিতে গতকাল বলা হয়েছে, ওমিক্রনের মোকাবিলায় অন্যান্য টিকার তুলনায় তিন থেকে সাত গুণ বেশি সাফল্য পেয়েছে তাদের টিকা। এমনকি যারা এমআরএনএ প্রযুক্তিতে প্রতিষেধক বানিয়েছিল তাদের তুলনাতেও এগিয়ে রাশিয়ার টিকা। স্পুটনিকের ‘এফিকেসি’ ৮০ শতাংশ বলে জানানো হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় স্পুটনিক ভি তৈরি করেছিল রাশিয়ার গামালেয়া রিসার্চ ইনস্টিটিউট। এ গামালেয়া জানিয়েছে, ‘অন্যান্য টিকার তুলনায় ওমিক্রনকে নিষ্ক্রিয় করায় সেরা ফল প্রদর্শন করেছে স্পুটনিক ভি।’ তারা এও জানিয়েছে, তাদের টিকা শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী ‘টি-সেল রেসপন্স’ নির্গমন করতে পারে। সেই সঙ্গে ওমিক্রনের মিউটেশন স্পাইক প্রোটিনে উপস্থিত এপিটোপের (এক ধরনের আচ্ছাদন) ৮০ শতাংশের কোনো ক্ষতি করতে পারে না। সে কারণে এ নতুন প্রজাতি থেকে গুরুতর রোগের থেকে দীর্ঘস্থায়ী সুরক্ষা দেয়। আরও জানানো হয়েছে, স্পুটনিক ভি-এর দুটি ডোজের পর স্পুটনিক লাইট দিয়ে বুস্টার ডোজ দেওয়া হলে ওমিক্রনের বিরুদ্ধে তা আরও বেশি কার্যকর হবে। গামালেয়া বলছে, স্পুটনিক ভি দিয়ে বুস্টার নেওয়া ব্যক্তিদের ১০০ শতাংশের শরীরে ওমিক্রনকে নিষ্ক্রিয়কারী অ্যান্টিবডি গঠিত হয়েছে। এমনকি বুস্টার নেওয়ার দু-তিন মাস পরও এ বিষয়টি লক্ষ করা গেছে।

সেখানে ফাইজার সংস্থার টিকা নেওয়া ব্যক্তিদের মাত্র ২৫ শতাংশের শরীরে এতদিন পরও এই পরিমাণ অ্যান্টিবডি পাওয়া রেগছে বলে দাবি রাশিয়ার।

সর্বশেষ খবর