শিরোনাম
মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

পৈশাচিক নির্যাতনের পরও মামলা হয়নি!

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরের খাস সাতবাড়িয়ায় যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূ গুলনাহার পারভীন মিনু (৩০)কে পৈশাচিকভাবে নির্যাতনের পরও কোনো মামলা হয়নি। পুলিশ কাউকে গ্রেফতারও করেনি। তবে পুলিশ বলছে, গতকাল হাসপাতালে গিয়ে নির্যাতিত গৃহবধূর জবানবন্দি নেওয়া হয়েছে। একই সঙ্গে পরিবারের পক্ষ থেকে মামলার দায়েরের জন্য বলা হয়েছে। নির্যাতিত গৃহবধূ গুলনাহার পারভীন তাড়াশ উপজেলা সদরের মৃত মোস্তফার মেয়ে। তার দুটি মেয়ে সন্তান রয়েছে।

নির্যাতনের শিকার গুলনাহার পারভীন মিনু ও তার স্বজনরা জানান, ১৩ বছর আগে শাহজাদপুর উপজেলার খাস সাতবাড়িয়া গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে মেহেদি হাসান সুজনের (৪৩) সঙ্গে বিয়ে হয়।  এরপর থেকে স্বামী যৌতুকের দাবিতে প্রায়ই তাকে মারপিট করত। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার গ্রাম্য সালিস হলেও নির্যাতন থামেনি। এ অবস্থায় গত ১৩ ডিসেম্বর রাতে তার মাথার চুল ও চোখের দুই ভ্রু ব্লেড দিয়ে কামানো হয়। এমনকি  রাতভর গবাদিপশুর মতো হাত-পা বেঁধে শরীরে নির্যাতন চালানো হয়। পরবর্তীতে তাকে সিরাজগঞ্জ জেলা সদরের শেখ ফজিলাতুননেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান জানান, অভিযুক্ত সুজনসহ পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। নির্যাতিত নারীকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।

 

সর্বশেষ খবর