মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

রমেক হাসপাতালের ওয়ার্ডে রহস্যজনক আগুন

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে তৃতীয় তলার ৭ নম্বর ওয়ার্ডের চর্ম ও যৌন বিভাগ এবং মানসিক ইউনিটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল সকাল সোয়া ১০টার দিকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। আগুন লাগার ঘটনাটিকে অনেকে রহস্যজনক মনে করছেন। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। আগুন লাগার সময় ওই ওয়ার্ডে প্রায় ৪০ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। আগুন লাগার পরপরই রোগীরা তাড়াহুড়া করে নামতে গিয়ে বেশ কয়েকজন সামান্য আহত হয়েছেন। তবে আগুনের লেলিহান শিখায় ওয়ার্ডের রোগীদের ১৫টি বেড, কক্ষসহ অন্যান্য সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক নিরূপণ করা না গেলেও ধারণা করা হয়, ক্ষতির পরিমাণ কয়েক লাখ টাকা হবে। ওই ওয়ার্ডের দায়িত্বরত একজন নার্স জানান, মানসিক ইউনিটের ৮-১০ বছর বয়সের এক মানসিক রোগী দিয়াশলাই দিয়ে ওয়ার্ডের বেডে আগুন লাগিয়ে দিলে এতে আগুন সারা ওয়ার্ডে ছড়িয়ে পড়ে। এদিকে অনেকে মনে করছেন, এটি একটি নাশকতামূলক ঘটনা হতে পারে। কারণ আগুনের তীব্রতা এত বেশি ছিল যে, ফায়ার সার্ভিসকে এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে হয়েছে। এই অগ্নিকান্ডের ঘটনাটি রংপুরে টক অব দ্য টাউনে পরিণত হয়। এ নিয়ে নানা জনে নানা ধরনের মন্তব্য করছেন। রমেক হাসপাতালের পরিচালক ডা. মো. রেজাউল করিম জানান, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কি কারণে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে- তা গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ফেন্সের অতিরিক্ত পরিচালক ফরিদ আহমেদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তদন্ত না করে সঠিক কিছু বলা যাবে না।

সর্বশেষ খবর