মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

তামিমা অন্তঃসত্ত্বা হাজিরা বাতিল চেয়ে আবেদন

আদালত প্রতিবেদক

তামিমা অন্তঃসত্ত্বা হাজিরা বাতিল চেয়ে আবেদন

ক্রিকেটার নাসির হোসেনের স্ত্রী তামিমা সুলতানা তাম্মি ছয় মাসের অন্তঃসত্ত্বা। এ অবস্থায় আদালতে হাজির হওয়া তার জন্য কষ্টসাধ্য। গতকাল ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের আদালতে ব্যক্তিগত হাজিরা থেকে মওকুফ চেয়ে করা আবেদনে তার আইনজীবী এ তথ্য উল্লেখ করেছেন।

এদিন এ মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। এদিন তামিমার আইনজীবী মোর্শেদুল ইসলাম তার ব্যক্তিগত হাজিরা মওকুফ চেয়ে আবেদন করেন। আবেদনে তিনি বলেন, তামিমা সুলতানা তাম্মি ছয় মাসের অন্তঃসত্ত্বা। এ অবস্থায় আদালতে হাজির হওয়া তার জন্য কষ্টসাধ্য। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি তাম্মির আগের স্বামী রাকিব হাসান বাদী হয়ে আদালতে এ মামলা করেন। এরপর গত ৩০ সেপ্টেম্বর আদালতে পিবিআইর পুলিশ পরিদর্শক (নি.) শেখ মো. মিজানুর রহমান তিনজনকে দোষী উল্লেখ করে আদালতে প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে বলা হয়, রাকিবকে তালাক দেননি তামিমা। আইনগতভাবে রাকিব তালাকের কোনো নোটিসও পাননি। তামিমা উল্টো জালিয়াতি করে তালাকের নোটিস তৈরি করে তা বিভিন্ন মাধ্যমে প্রকাশ করেছেন। যথাযথ প্রক্রিয়ায় তালাক না দেওয়ার ফলে তামিমা তাম্মি এখনো রাকিবের স্ত্রী হিসেবে বহাল রয়েছেন। দেশের ধর্মীয় বিধিবিধান ও আইন অনুযায়ী এক স্বামীকে তালাক না দিয়ে অন্য কাউকে বিয়ে করা অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ। এমন পরিস্থিতিতে ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা তাম্মির বিয়ে অবৈধ।

 

সর্বশেষ খবর