বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

আইভীর পরিচালনা কমিটি গঠন

স্বতন্ত্রের পক্ষে গণজোয়ার বললেন তৈমূর

নারায়ণগঞ্জ প্রতিনিধি

আইভীর পরিচালনা কমিটি গঠন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে নির্বাচন পরিচালনা করার জন্য কমিটি গঠন করা হয়েছে। মহানগর আওয়ামী লীগের সভাপতি ও ১৪ দলের সমন্বয়ক আনোয়ার হোসেনকে আহ্বায়ক ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক

 অ্যাডভোকেট খোকন সাহাকে সদস্যসচিব করে নির্বাচন সমন্বয় কমিটি গঠন করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিটি। সোমবার (২০ ডিসেম্বর) বিকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়। গতকাল মঙ্গলবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই।

তিনি জানান, কমিটি গঠন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাছিম, মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিভাগীয় প্রধান মির্জা আজম, সাংগঠনিক সম্পাদক আহম্মেদ হোসেন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি সাহা। মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক খোকন সাহার নেতৃত্বে কমিটিতে আরও আছেন- যুগ্ম আহ্বায়ক হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট

 আবুল হাসনাত শহীদ মোহাম্মদ বাদল, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বাবু চন্দন শীল, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব, সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত, জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দিপু। কমিটির সদস্যরা হলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ সভাপতি ও সাধারণ সম্পাদক, ১৪ দলের নেতৃবৃন্দ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ও সাধারণ সম্পাদক। কমিটির কার্যক্রম নিয়ে নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট খোকন সাহা বলেন, নির্বাচন পরিচালনা কমিটি করা হয়েছে। এ কমিটি শিগগিরই সভার আয়োজন করবে। সভায় সদস্যদের মতামত অনুযায়ী কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে। ওই কর্মপরিকল্পনা অনুযায়ী সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করবে। এদিকে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার গতকাল শহরের চাষাঢ়া থেকে ২ নম্বর রেলগেট এলাকা ও বঙ্গবন্ধু সড়কে গণসংযোগ করেছেন। এ সময় তিনি সাংবাদিককের প্রশ্নের জবাবে বলেন, এবারের নির্বাচনে সরকারি মার্কার বিরুদ্ধে স্বতন্ত্রের জোয়ার চলছে। আমি সবসময় খেটে খাওয়া মানুষের জন্য রাজনীতি করেছি। এ নারায়ণগঞ্জ হবে সাম্প্রদায়িক সম্প্রীতির শহর। ধর্মীয় মূল্যবোধের শহর। সন্ত্রাসমুক্ত নিরাপদ শহর। এখানে সব পেশাজীবী মানুষ নিরাপত্তার সঙ্গে স্বাচ্ছন্দ্যে তাদের পেশা চালিয়ে যেতে পারবেন। তৈমূর বলেন, আল্লাহপাকের মেহেরবানিতে এখন ভোটকেন্দ্র দখলের দিন শেষ। কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার দিন শেষ। ১৬ তারিখে (১৬ জানুয়ারি) জনগণ নির্বাচন করবে ইনশাআল্লাহ। চমক কিছু দেখছেন, সামনে আরও দেখবেন- যোগ করেন স্বতন্ত্র প্রার্থী তৈমূর।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর