শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে বৃদ্ধ খুন

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে নাতির ছুরিকাঘাতে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা ২৪ নং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত ওই বৃদ্ধের নাম আলী জোহার (৬২)। তিনি ওই ক্যাম্পের সি-ব্লকের মৃত আবুল হাশেমের ছেলে। অভিযুক্ত কিশোর একই ক্যাম্পের ডি-ব্লকের আব্বাস আলীর ছেলে মোহাম্মদ ইউছুপ (১৮)। আলী জোহার ও ইউছুপ দুজন সম্পর্কে নানা-নাতি।

পুলিশ ও স্থানীয়রা জানান, তাঁরা দুজন একসঙ্গে রাজমিস্ত্রির কাজ করতেন। আলী জোহারের কাছে মজুরি বাবদ ইউছুপের ৩০০ টাকা পাওনা ছিল। বৃহস্পতিবার রাতে ওই টাকা নিয়ে দুজনের মধ্যে বাগ্‌বিতন্ডা হয়। এর একপর্যায়ে ইউছুপ জোহারকে ছুরিকাঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় ইউছুপ দৌড়ে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন জোহারকে আহত অবস্থায় উদ্ধার করে লেদা আইওএম স্বাস্থ্য ক্লিনিকে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ নছরুল্লাহ বলেন, খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করেছে। তবে অভিযুক্ত ওই কিশোরকে পাওয়া যায়নি। কক্সবাজার সদর হাসপাতালের মর্গে মৃতদেহের ময়নাতদন্ত শেষে গতকাল বিকালে লেদা রোহিঙ্গা ক্যাম্পে দাফন সম্পন্ন হয়। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেওয়া হলে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর